World Cup 2023: ভারতের পর এবার অজিদের কাছেও হার, টানা দুই ম্যাচ হেরে ব্যাকফুটে পাকিস্তান

৩৬৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ম্যাচ শেষে পাকিস্তান ৩০০ রানের গন্ডি পার করলেও, ৬২ রানে অস্ট্রেলিয়ার কাছে এই লড়াই হারতে হয় পাকিস্তানকে। এরই সাথে পয়েন্ট তালিকায় প্রথম চারে প্রবেশ করলো অস্ট্রেলিয়া।

আজ আবার জয় নিশ্চিত করলো বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফলতম দলটি। আজ পাকিস্তানকে (Pakistan) ৬২ রানের মতো বড় মার্জিনে হারিয়ে জয় পেল অস্ট্রেলিয়া (Australia)। আবার নিজেদের পুরোনো ধারাবাহিকতাই ফিরলো তারা। প্রথম দুই ম্যাচে ভারত এবং দক্ষিণ আফ্রিকার কাছে হারার পরেও পরের দুটি ম্যাচ জিতে ৪ পয়েন্ট সংগ্রহ করলো অস্ট্রেলিয়া। এরই সাথে পয়েন্ট তালিকায় প্রথম চারে প্রবেশ করলো তারা। অন্যদিকে পরপর দুটি ম্যাচে হারতে হলো পাকিস্তানকে।

আজ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। অল্পরানে অজিদের চেপে রাখাটাই ছিল পাকিস্তানের মূল লক্ষ্য। কিন্তু অজিরা ওপেন নামতেই ম্যাচটিকে একতরফাভাবে এগিয়ে নিয়ে যান। ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শ মিলে পাকিস্তানি বোলারদের ভয়ের কারণ হয়ে দাঁড়ান। দুজনেই শতরান করেন এই ম্যাচে। এই জুটির যুগলবন্দীতে বিনা উইকেটে ২৫৯ রানের পার্টনারশিপ করে অস্ট্রেলিয়া। কিছুক্ষণের মধ্যে মার্শ ব্যাক্তিগত ১২১ রানে আউট হয়ে গেলেও, অন্যদিকে লড়াই অব্যাহত রাখেন ওয়ার্নার। এরপর আর কোনো ব্যাটসম্যানই খুব বেশিক্ষণ দাঁড়াতে পারেননি। অন্যদিকে ডেভিড ওয়ার্নারও থামেন ব্যাক্তিগত ১৬৩ রানে। ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৬৭ রান তোলে অজিরা।

পাকিস্তানকে এই ম্যাচে জয়ের জন্য প্রয়োজন ছিল ৫০ ওভারে ৩৬৮ রান। আপাত দৃষ্টিতে এই লক্ষ্য কঠিন দেখালেও, এই পিচে অসম্ভব কিছু ছিল না। কোনোদিকে না তাকিয়ে পাকিস্তানি ওপেনার আব্দুল্লাহ শফিক (Abdullah Shafique) এবং ইমাম উল হক (Imam ul Haq) দুরন্ত শুরু করেন। যা অজিদের ওপেনিং জুটির তুলনায় খুব একটা খারাপ ছিল না। ২১ ওভার শেষে বিনা উইকেট হারিয়ে ১৩৪ রান তোলেন তারাও। এরপর আব্দুল্লাহ শফিক রুপে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ৬৪ রান করে ফিরে যান তিনি। পরবর্তী ব্যাটসম্যান হিসাবে ক্রিজে আসেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম (Babar Azam)। আজ তেমন ইনিংস আসেনি বাবরের ব্যাট থেকে। অন্যদিকে ৭০ রানে থামেন ইমাম।

এরপর আসেন মোহাম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। ধীরে ধীরে বেশ জয়ের দিকে নিয়ে যান তিনি। ক্রিজে তার সাথ দেন সৌদ শাকিল (Saud Shakeel)। দুজনে মিলে দলের প্রয়োজনে ৫৭ রানের পার্টনারশিপ করেন। তারপর ৩০ রানে ফিরে যান শাকিল। কিন্তু রিজওয়ান একাই লড়ে যাচ্ছিলেন। পরবর্তী ব্যাটসম্যান হিসাবে ইফতিকার আহমেদ (Iftikhar Ahmed) আসতেই বেশ বড় বড় শট খেলে ম্যাচকে নিজেদের মুঠোয় করার চেষ্টা করেছিলেন। কিন্তু তা কোনো কাজে আসেনি। ২৬ রান করে ফিরে যান তিনি। এদিকে রিজওয়ানও ৪৬ রানে আউট হন। তারপর থেকে একের পর এক দ্রুত উইকেট হারাতে থাকে পাকিস্তান। ম্যাচ শেষে পাকিস্তান ৩০০ রানের গন্ডি পার করলেও, ৬২ রানে এই লড়াই হারতে হয় তাদের। বল হাতে আজ ৪ উইকেট শিকার করেন অ্যাডাম জাম্পা (Adam Zampa)।

স্কোরকার্ড:

অস্ট্রেলিয়া: ৩৬৭/৯ (৫০ ওভার)

পাকিস্তান: ৩০৫ (৪৫.৩ ওভার)

ম্যাচটি অস্ট্রেলিয়া ৬২ রানে জয়লাভ করেছে।