বিশ্বকাপ ২০২৩-এর এমন পাঁচটি ম্যাচ যা হবে রোমাঞ্চ উন্মাদনায় ভরপুর এবং ভাঙ্গবে সমস্ত রেকর্ড

টুর্নামেন্টে ৪৮টি ম্যাচ হলেও ভারত পাকিস্তানের ম্যাচ বাকি ম্যাচের ওপর ভারী পড়বে।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের (ICC Odi World Cup 2023) সময়সূচি এসে গেছে। সেই সঙ্গে টুর্নামেন্টে কখন ও কোন ম্যাচ অনুষ্ঠিত হবে তাও জানা গেছে। টুর্নামেন্টে ৪৮টি ম্যাচ হলেও ভারত পাকিস্তানের ম্যাচ বাকি ম্যাচের ওপর ভারী পড়বে। আসুন জেনে নেওয়া যাক এই বিশ্বকাপের এমন পাঁচটি ম্যাচ যেখানে উন্মাদনা এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ে সব রেকর্ড ভাঙবে।

ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan), ১৫ অক্টোবর (আহমেদাবাদ)

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ক্রিকেটের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচটি। ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর। ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে প্রতিটি ম্যাচেই পাকিস্তানকে হারিয়েছে ভারতীয় দল। ১০০ শতাংশ জয় ধরে রাখতে নিজের জীবন উৎসর্গ করবেন রোহিত সেনা। পয়সা উসুল ম্যাচ হতে চলেছে এটি। সময়সূচী বেরোতে না বেরোতেই এই ম্যাচের উন্মাদনা ছড়িয়ে পড়ে।

ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড (England vs New Zealand), ৫ অক্টোবর (আহমেদাবাদ)

২০১৯ বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। সুপার ওভারের ম্যাচে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন দলকে পরাজিত করে ইংল্যান্ড। বাউন্ডারি গণনার সিদ্ধান্তে নিউজিল্যান্ডের হৃদয় এখনও বেদনায় ভরে আছে। তারা চাইবে সেই পরাজয়ের প্রতিশোধ নিতে। বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।

ভারত বনাম বাংলাদেশ (India vs Bangladesh), অক্টোবর ১৯, ২০১৯ (পুনে)

ক্রিকেটে বাংলাদেশ প্রায়ই ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ভারতের সাথে প্রায়ই ক্রিকেট বিবাদে মেতে থাকে বাংলাদেশিরা। এখন আবার মুখোমুখি হলে বাংলাদেশিরা যেকোনো পরিস্থিতিতে ভারতকে হারাতে চাইবে, কিন্তু ভারতের মাটিতে রোহিত সেনাকে পরাজিত করা তাদের জন্য বিশ্বকাপ জয়ের চেয়েও কঠিন হবে।

অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড (Australia vs New Zealand), ২৮ অক্টোবর (ধর্মশালা)

ভারত ও পাকিস্তানের মত অনুরূপ পরিবেশ দুই প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে। ২০১৫ সালের ফাইনাল খেলা হয়েছিল দুজনের মধ্যে। সেখানে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে হারিয়ে ট্রফি তুলে নেয়। এবার ম্যাচটি ধর্মশালার রুপোলী উপত্যকার পরিবেশকে উষ্ণ করবে বলে আশা করা হচ্ছে।

পাকিস্তান বনাম আফগানিস্তান (Pakistan vs Afghanistan), ২৩ অক্টোবর (চেন্নাই)

একেই ভারত নাজেহাল করতে ছাড়ে না, তার ওপর শেষ কিছু বছরে আফগানিস্তানও পাকিস্তানের পিছনে পড়ে আছে। সম্প্রতি তাদের মাটিতেই পাকিস্তানকে হারিয়েছিল আফগানরা। এমনকি এশিয়া কাপেও প্রায় পরাজিত করেছিল তাদের। এবারেও যখন দুটি দল মুখোমুখি হবে, তখন এই ম্যাচটি ভারত-পাকিস্তান ম্যাচের মতো মজাদার হবে।