ভাঙল দীপকের ৬/৭ এর রেকর্ড, বিপক্ষকে ২৩ রানে অলআউট করে এখন টি২০‌ এর‌ বেস্ট‌‌ বোলিং‌ ফিগার নিজের‌ নামে করলেন এই‌ মালেশীয় বোলার

টি টোয়েন্টি বিশ্বকাপ এশিয়া বি বাছাইপর্বে আজ চীনের বিপক্ষে এক ইনিংসে ৭ উইকেট নিয়ে আলোচনায় উঠে এসেছেন সায়াজরুল ইদ্রাস।

পৃথিবীতে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে একাধিক নতুন দেশ আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে নিজেদের জায়গা করে নিচ্ছে। এবার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে মালয়েশিয়ার ক্রিকেটার সায়াজরুল ইদ্রাস (Syazrul Idrus) বল হাতে অনন্য নজির স্থাপন করলেন। টি টোয়েন্টি বিশ্বকাপ এশিয়া বি বাছাইপর্বে আজ চীনের বিপক্ষে এক ইনিংসে ৭ উইকেট নিয়ে আলোচনায় উঠে এসেছেন সায়াজরুল ইদ্রাস।

আজ টি টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) এশিয়া বি বাছাইপর্বের প্রথম ম্যাচে মালয়েশিয়া চীনের মুখোমুখি হয়। চীন প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথম থেকেই মালয়েশিয়া বোলাররা নিজদের দাপট দেখাতে থাকেন। মালয়েশিয়ার অন্যতম বোলার সায়াজরুল ইদ্রাস বল হাতে আজ রীতিমতো তান্ডব চালান। তিনি মাত্র ৪ ওভার বল করে ১ টি মেডেন ওভারের সঙ্গে ৮ রান দিয়ে ৭ উইকেট সংগ্রহ করেন।

সায়াজরুল ইদ্রাস একাই চীনের ৫ টি ব্যাটসম্যানকে শুন্য রানে মাঠের বাইরে পাঠান। তিনি ৭ ক্রিকেটারকেই বল সুইং-এর মাধ্যমে বোল্ড করে আউট করে দিয়েছেন। এরফলে চীন মাত্র ২৩ রানে অলআউট হয়ে যায়। অন্যদিকে মালয়েশিয়া মাত্র ৪.৫ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয়। এর আগে নাইজেরিয়ার ক্রিকেটার পিটার আহো (Peter Aho) ২০২১ সালে সিয়েরা লিওনের বিপক্ষে একটি টি টোয়েন্টি ম্যাচে ৫ রানে ৬ টি উইকেট নিয়ে আন্তর্জাতিক মঞ্চে নজির স্থাপন করেছিলেন।

ভারতের অন্যতম সেরা বোলার দীপক চাহারও (Deepak Chahar) একটি টি টোয়েন্টি ম্যাচে ৬ টি উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন। ২০১৯ সালে মহারাষ্ট্রের নাগপুরে ভারত বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিলো। বাংলাদেশের বিপক্ষে দীপক চাহার মাত্র ৩.২ ওভার বল করে ৭ রান দিয়ে ৬ টি উইকেট তুলে নিয়েছিলেন। এরসঙ্গে দিপক চাহার এই সিরিজের সেরা নির্বাচিত হয়েছিলেন।