IPL 2023: আইপিএলে বিরাট রাজ, শতরানের পাশাপাশি RCB কে পৌঁছে দিলেন প্লেঅফের অনেক কাছে

আজ মরণ-বাঁচন লড়াইয়ে ৮ উইকেটে সানরাইজার্স হায়দ্রাবাদকে (Sunrisers Hyderabad) হারিয়ে বড় জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Banglore)। এই জয়ের পাশাপাশি প্লে অফের আশা জিইয়ে রাখলো আরসিবি। প্রথমে ব্যাট করতে এসে হেনরিচ ক্লাসিনের (Heinrich Klaasen) সেঞ্চুরির উপর ভিত্তি করে ১৮৬ রানে পৌঁছায় হায়দ্রাবাদ। বিরাট-ফাফের যুগলবন্দীতে অনায়াসে জয়ের লক্ষ্যে পৌঁছায় আরসিবি।

প্লে অফের লড়াইয়ে টিকে থাকার জন্য আরসিবির প্রয়োজন ছিল ১৮৭ রান। এই লক্ষ্য তাড়া করতে ওপেনে আসেন বিরাট কোহলি (Virat Kohli) এবং ফাফ ডুপ্লেসিস (Faf du Plessis)। ইনিংসের শুরু থেকেই খুব সুন্দর ছন্দে দেখা যায় বিরাট কোহলিকে। এরপর ধীরে ধীরে অধিনায়ক ফাফও বড় শটের জন্য হাত খোলেন। পাওয়ারপ্লের শেষে আরসিবির স্কোর দাঁড়ায় ৬৪/০।

আজ বল হাতে শুরুতে উইকেট নিতে ব্যর্থ ভুবনেশ্বর কুমার ও টি নটরাজনের মতো বোলাররা। বিরাট-ফাফের যুগলবন্দীতে জয়ের আরও কাছে পৌঁছায় আরসিবি। এই পিচে হায়দ্রাবাদের ক্লাসিন ছাড়া বাকি ব্যাটসম্যানেরা হিমশিম খেলেও, আরসিবির এই জুটি অনায়াসেই বড় রানের দিকে এগিয়ে যায়। এরপর দুইজন ওপেনার ব্যাট হাতে নিজেদের অর্ধশতরান পূরণ করেন। এই মরশুমে এই অর্ধশতরানটি ফাফ ডু প্লেসিসের অষ্টম অর্ধশতরান। অন্যদিকে বিরাট কোহলির ব্যাট থেকে আসে এই মরশুমের সপ্তম অর্ধশতরান।

বোলিং ব্যর্থতার কারণে ম্যাচটি ক্রমশ হাত থেকে বেরিয়ে যায় সানরাইজার্সদের। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আইপিএলেও সেঞ্চুরি করেন বিরাট কোহলি। সেঞ্চুরিটি আসে মাত্র ৬২ বলে। এটি বিরাটের আইপিএল কেরিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। সেঞ্চুরি পূরণের পরের বলেই ভুবনেশ্বর কুমারের শিকার হন তিনি। পরের ওভারেই নটরাজনের বলে নিজের উইকেট দিয়ে বসেন ফাফ। দ্রুত দুই উইকেটের পতন হয় ঠিকই, তবে এই উইকেট ম্যাচে কোনোরকম প্রভাব ফেলতে পারেনি। ৪ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছায় আরসিবি। এই জয়ের সাথে সাথে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে এল আরসিবি।

সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের স্কোরকার্ড:

সানরাইজার্স হায়দ্রাবাদ: ১৮৬/৫ (২০ ওভার)

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ১৮৭/২ (১৯.২ ওভার)