আজ মরণবাচন ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি ভারত, জানুন কেমন হবে ভারতের একাদশ লাইভ কোথায় দেখবেন

ভারতীয় ফুটবল বর্তমানে অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri) এবং কোচ ইগর স্টিম্যাচের (Igor Stimac) হাত ধরে বিশ্ব মঞ্চে উঠে দাঁড়াতে চাইছে। যাত্রাপথটা কঠিন হলেও কোটি কোটি ভারতবাসীর স্বপ্ন বাস্তবায়ন করতে তারা বদ্ধপরিকর‌। এই বছর চলমান এফসি এশিয়ান কাপে (AFC Asian Cup 2024) ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজিত হওয়ার পর আজ আরও এক কঠিন প্রতিপক্ষ উজবেকিস্তানের (India vs Uzbekistan match) বিপক্ষে মাঠে নামতে চলেছে। জানুন এই ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ, কোথায়, কখন ম্যাচটি সরাসরি দেখতে পাওয়া যাবে।

এই বছর এশিয়ান কাপে ভারতীয় দল গ্ৰুপ ‘বি’-তে অস্ট্রেলিয়া, সিরিয়া এবং উজবেকিস্তানের সঙ্গে জায়গা করে নিয়েছে। ব্লু ব্রিগেডদের থেকে বাকি দলগুলি যথেষ্ট শক্তিশালী। যেখানে বর্তমানে ভারতের ফিফা (FIFA) র‍্যাঙ্কিং ১০২ সেখানে অস্ট্রেলিয়ার ২৫, সিরিয়ার ৯২ এবং উজবেকিস্তানের ৬৮। তবে গ্ৰুপ পর্বের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতীয় দল ২-০ শূন্য গোলে হারলেও দুরন্ত লড়াই চালিয়েছে। এবার দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে জয় তুলে নেওয়ার জন্য ব্লু ব্রিগেডরা সমস্ত রকম চেষ্টা চালাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বলেছেন, “উজবেকিস্তানও খুবই শক্তিশালী বিপক্ষ। তবে উজবেকিস্তান কিন্তু অস্ট্রেলিয়া নয়।” অন্যদিকে এই দলের বিপক্ষে জয় তুলে নেওয়া সহজ হবে না। উজবেকিস্তানের সঙ্গে ৬ বার মুখোমুখি হলেও ব্লু ব্রিগেডরা এখনও পর্যন্ত একবারও জয় তুলে নিতে পারেনি। শেষ ২০০১ সালের মারডেকা কাপে (Merdeka Cup) ভারতীয় দল এই কঠিন প্রতিপক্ষের কাছে ২-১ গোলে পরাজিত হয়।

উজবেকিস্তানের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ:

গুরপ্রীত সিং সান্ধু (GK), আকাশ মিশ্র, রাহু ভেকে, সন্দেশ ঝিংগান, নিখিল পূজারি, অনিরুদ্ধ থাপা, দীপক ট্যাংরি, নওরেম মহেশ সিং, সুরেশ সিং, মনভীর সিং, সুনীল ছেত্রী (C)।

কোথায়, কখন ভারত বনাম উজবেকিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হবে?

ভারত বনাম উজবেকিস্তানের এশিয়ান গেমসের ম্যাচটি কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে ভারতীয় সময় রাত ৮ টা থেকে অনুষ্ঠিত হবে।

কোথায়, কখন ভারত বনাম উজবেকিস্তানের ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে?

ভারত বনাম উজবেকিস্তানের মধ্যে এশিয়ান কাপের ম্যাচটি স্পোর্টস১৮ (Sports18) নেটওয়ার্কের টিভি চ্যানেলে রাত ৮ টা থেকে সরাসরি সম্প্রচার করা হবে। অনলাইনে জিও সিনেমা (JioCinema) অ্যাপ এবং ওয়েবসাইটে সরাসরি লাইভ স্ট্রিমিং করা হবে। এছাড়াও এই ম্যাচের সমস্ত আপডেট আপনারা আমাদের sportsgup.com পেয়ে যাবেন।