ক্যাচ নয়, এটা বিশ্বের অষ্টম আশ্চর্য! ক্রিকেট ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য ক্যাচ ধরলেন এই কিউই‌ তারকা

বিশ্ব জুড়ে চলা একাধিক টি-টোয়েন্টি লিগ সাম্প্রতিক সময়ে জনপ্রিয়তা লাভ করেছে। অন্যদিকে বর্তমানে চলমান বিগ ব্যাশ লিগের (Big Bash League) সঙ্গে সঙ্গে নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশে (Super Smash) ক্রিকেটাররা দুরন্ত পারফরম্যান্স করছেন। আজ সুপার স্ম্যাশের গুরুত্বপূর্ণ ম্যাচে নেওয়া এক অবিশ্বাস্য ক্যাচ এবার ক্রিকেট মহলে রীতিমতো হইচই ফেলে দিলো।

আজ নিউজিল্যান্ডের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে ওয়েলিংটন ফায়ারবার্ড (Wellington Firebirds) সেন্ট্রাল ডিসট্রিকটসের (Central Districts) মুখোমুখি হয়। ম্যাচে ওয়েলিংটন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। এর ফলে দলটি ৮ উইকেট হারিয়ে প্রথমে ১৪৭ রান সংগ্রহ করে। অন্যদিকে সেন্ট্রাল ডিসট্রিকটসের উইল ইয়ং (Will Young) ওপেনিং করতে এলে বিপক্ষ দল একটি দুর্দান্ত ক্যাচ নিয়ে নজির স্থাপন করে।

ঘটনাটি দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারে ঘটে। যখন উইল ইয়ং (Will Young) ৭ রানে ব্যাট করছিলেন সেই সময় তিনি একটি ড্রাইভ শটে বল বাউন্ডারির দিকে পাঠিয়ে দেন। হাওয়ায় ভেসে বলটি যখন কোনো ফাঁকা জায়গায় পরবে বলে মনে হচ্ছিলো সেই সময় ট্রয় জনসন (Troy Johnson) অবিশ্বাস্যভাবে দৌড়ে গিয়ে ঝাপিয়ে পড়ে ক্যাচটি ধরেন। কিন্তু তিনি ভারসাম্য হারিয়ে বাউন্ডারির লাইনের বাইরের দিকে চলে যাচ্ছিলেন সেই সময় জনসন শেষ মুহুর্তে বলটি মাঠের দিকে ছুড়ে দেন।

ছুড়ে দেওয়া বলটি ওয়েলিংটনের অধিনায়ক নিক কেলি (Nick Kelly) সফলভাবে ধরে আউটটি নিশ্চিত করেন। বর্তমানে এই অসাধারণ ক্যাচটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। অন্যদিকে ম্যাচে সেন্ট্রাল ডিসট্রিকটস ১৬.৫ ওভারে প্রয়োজনীয় রান তুলে নিয়ে ৬ উইকেটে জয় নিশ্চিত করে। এর সঙ্গেই তারা এই বছর সুপার স্ম্যাশ লিগে ৮ ম্যাচের মধ্যে ৫ টিতে জয়লাভ করে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থানে পৌঁছে গেলো।