তিনজন তারকা, যারা ভবিষ্যতে সূর্যকুমার যাদবের পরিবর্তে ভারতীয় ওডিআই দলের জন্য নিখুঁত বদলি হতে পারেন

গতকাল বিশ্বকাপ (World Cup 2023) ফাইনালে হেরে অল্পের জন্য স্বপ্ন থেকে সরে দাঁড়াতে হয়েছে ভারতীয় দলকে। একটানা ১০ টি ম্যাচ জিতে এলেও, একদম ফাইনালে এসে দৌড় থামে ভারতের। হারা মাত্রই অনেক জায়গাতেই শুরু হয়ে যায় ভারতীয় দলকে নিয়ে সমালোচনা। অনেকে আঙ্গুল তোলেন সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ইনিংসের উপর। তার মতো হিটার ব্যাটসম্যান ইনিংসে প্রায় শেষ পর্যন্ত টিকে থাকলেও, বড় স্কোরে পৌঁছাতে পারেনি ভারত। তাই তাকে ওডিআই ক্রিকেট থেকে সরানোর দাবী করছেন অনেকেই। যদি সূর্যকুমারকে ওডিআই থেকে সরানো হয়, তাহলে ভবিষ্যতে তার পরিবর্তে দলে কাদেরকে দেখা যেতে পারে। দেখে নিন এমনই তিনজন ভারতীয় তারকাকে।

১. সঞ্জু স্যামসন (Sanju Samson):

সূর্যকুমার যাদবের পরিবর্তে উপযোগী হিসাবে প্রথম স্থানে রয়েছেন সঞ্জু স্যামসন। ওডিআই ক্রিকেটে এই ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যানের গড় ৫৫.৭১। নিঃসন্দেহে এই ব্যাটসম্যান ভারতীয় মিডিল অর্ডারের জন্য ভরসাযোগ্য হতে পারেন। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে খুব একটা সুযোগ হয়ে ওঠেনি তার। বিশ্বকাপ স্কোয়াডে তিনি থাকলে হয়তো শেষটাও ভারতীয় দলের জন্য খুব ভালো হতে পারতো।

২. রিঙ্কু সিং (Rinku Singh):

সূর্যকুমার যাদবের জায়গায় একজন নিখুঁত বদলি হতে পারেন রিঙ্কু সিং। এখনো পর্যন্ত ভারতের জার্সিতে ওডিআই খেলার সুযোগ হয়নি তার। তবে এই ভারতীয় ব্যাটসম্যানের কাছে ক্ষমতা রয়েছে মিডিল অর্ডারে ভারতের জন্য সেরা ব্যাটসম্যান তথা ফিনিশার হয়ে ওঠার। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়েই হোক কিংবা ভারতীয় দলের টি-২০ জার্সিতেই হোক, সব মঞ্চেই ফিনিশার হিসাবে ভালোই নিদর্শন রেখেছেন তিনি। ভবিষ্যতে ওডিআই দলে সুযোগ হলে, ভালো কিছুই করে দেখাতে পারেন তিনি।

৩. ওয়াশিংটন সুন্দর (Washington Sundar):

এই ভারতীয় অলরাউন্ডারকে ভারতীয় দলে খুব কমই সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু যখনই সুযোগ পেয়েছেন তখনই দলের জন্য ভালো পারফরমেন্স করেছেন তিনি। ব্যাটিংয়ের পাশাপাশি আবার বোলিংয়েও মিডিল অথবা লোয়ার অর্ডারে ভারতের জন্য সেরা বিকল্প হতে পারেন। সাদাবলের ক্রিকেটের পাশাপাশি লালবলের ক্রিকেটেও বেশ অভিজ্ঞতা রয়েছে এই ভারতীয় অলরাউন্ডারে। সূর্যকুমারের পরিবর্তে ভবিষ্যতে সুন্দরকে সুযোগ দেওয়া যেতে পারে।