ফাইনালে ভারতীয় দলের হার মানতে না পেরে আত্মহত্যা করেছেন বাংলার এক যুবক, হার্ট অ্যাটাকেও মারা গেছেন কিছুজন
শুধু ভারতীয় ক্রিকেটাররাই নয়, ভারত বিশ্বকাপ ফাইনালে হারায় ১৪০ কোটি দেশবাসীকে ফের একবার কাঁদতে হয়েছে। এই হার মানতে না পেরে এমন অনেকে নিজের জীবনও দিয়ে দিয়েছেন।

রবিবার আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর (ICC Cricket World Cup 2023) ফাইনালে হেরে অল্পের জন্য স্বপ্ন থেকে সরে দাঁড়াতে হয়েছে ভারতীয় দলকে (Indian Cricket Team)। একটানা ১০ টি ম্যাচ জিতে এলেও, একদম ফাইনালে এসে দৌড় থামে ভারতের। প্রায় প্রত্যেকটি ভারতীয়র মনে আশা দিয়েও এবারেও ১০ বছরের আইসিসি ট্রফির খরা কাটিয়ে উঠতে পারলো না ভারতীয় দল। দুঃখে কান্নারত অবস্থায় একেবারে ভেঙ্গে পড়েছেন ভারতীয় ক্রিকেটাররাই।
ক্রিকেটারদের চোখের জল পড়া এমন অনেক ছবি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। তবে শুধু ভারতীয় ক্রিকেটাররাই নয়, ১৪০ কোটি দেশবাসীকে ফের একবার কাঁদতে হয়েছে। এই হার মানতে না পেরে এমন অনেকে নিজের জীবনও দিয়ে দিয়েছেন। সত্যিই নিজের আবেগ, রক্তবিন্দু দিয়ে ক্রিকেটকে ভালোবাসেন মানুষগুলি। প্রায় দেড় মাসের ভারতীয় দলের দেখানো আশা ফের একবার আশাহত হওয়ায় আবেগ ধরে রাখতে পারেননি তারা। এমনকি ম্যাচের পরিস্থিতি দেখে হার্ট অ্যাটাকের কারণেও মৃত্যু হয়েছে।
এমন খবর এখন সোশ্যাল মিডিয়ায় ছড়াছড়ি। ফাইনালে ভারতের হার না মানতে পেরে আত্মহত্যা করেছে পশ্চিমবঙ্গের এক যুবক। যতদূর খবর পাওয়া যাচ্ছে, ওই যুবকের বয়স মাত্র ২৩ বছর। যুবকটি কাপড়ের দোকানে কাজ করতো এবং সে একদিনের ছুটি নিয়েছিল ওই ম্যাচ দেখবে বলে। ভারত এবারের চ্যাম্পিয়ন হবে, এটাই ভেবে নিয়েছিল ওই যুবক। কিন্তু রাতারাতি সবকিছু বদলে যাওয়ায় দুঃখে কষ্টে এই জগত ছাড়ার চিন্তাভাবনা নেয় যুবকটি। পুরো ঘটনাটি জানিয়েছে শ্যালক। খুবই মর্মান্তিক এই ঘটনা।
ফাইনাল ম্যাচে ভারত যখন কঠিন পরিস্থিতিতে মোকাবিলা করছে, তখন হঠাৎ বিরাট কোহলি (Virat Kohli) আউট হওয়ায় মুর্শিদাবাদের বেলডাঙ্গার এক মানুষের সাথে সাথে হার্ট অ্যাটাক হয়। তার বাড়ির লোকেরা জানান পাঁচ মিনিটের মধ্যেই প্রাণ হারান তিনি। এছাড়া আরও একটি হার্ট অ্যাটাকের খবর উঠে আসছে সেটা হল অন্ধ্রপ্রদেশের তিরুপতির এক ৩২ বছর বয়সী সফটওয়্যার ইঞ্জিনিয়ারও ম্যাচ হারায় হার্ট অ্যাটাকের কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এখনো পর্যন্ত এই খবরগুলি উঠে আসছে, এর বাইরেও আরও অনেকেই থাকতে পারেন।