ইডেনের পিচ নিয়ে আবার মাথা ব্যাথা KKR-এর, কেমন হবে এবারের পিচ জানিয়ে দিলেন পিচ কিউরেটর

২০২৩ সালে নাইট বাহিনী আইপিএলে সেইভাবে পারফরমেন্স করতে পারেননি। তার ১৪ ম্যাচে ৮ টিতে হারের সম্মুখীন হয়ে টুর্নামেন্টের বাইরে চলে যায়।

প্রতি বছরের মতো এই বছরও আইপিএল (IPL) ঘিরে ভক্তদের মধ্যে উন্মাদনার শেষ নেই। অন্যদিকে কলকাতার অলিগলিতে এখন ফুটবলকে কিছুটা সরিয়ে রেখে আইপিএলের আগে সকলে ক্রিকেট চর্চায় মন দিয়েছেন। কলকাতা নাইট রাইডার্সও (Kolkata Knight Riders) সবদিকে থেকে নিজেদের প্রস্তুত করে নিচ্ছে। এবার ইডেন গার্ডেন্সের (Eden Gardens) পিচের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো।

২০২৩ সালে নাইট বাহিনী আইপিএলে সেইভাবে পারফরমেন্স করতে পারেননি। তার ১৪ ম্যাচে ৮ টিতে হারের সম্মুখীন হয়ে টুর্নামেন্টের বাইরে চলে যায়। তবে গত বছর দুবাইতে অনুষ্ঠিত হওয়া নিলামে কলকাতা অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ককে (Mitchell Starc) রেকর্ড দামে ২৪.৭৫ কোটি টাকায় নিজেদের দলে তুলে নেয়। এছাড়াও নাইট বাহিনী তাদের সবচেয়ে সফল প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) আবার মেন্টার হিসাবে দলে ফিরিয়ে এনেছে।তিনি দলকে সমস্ত দিক থেকে আরও শক্তিশালী করে সম্পূর্ণ প্রস্তুত করে তুলছেন।

এর ফলে ২০২৪ আইপিএলে নাইট বাহিনী অনেকটা এগিয়ে থেকে মাঠে নামবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এবার তাদের হোম গ্ৰাউন্ড ইডেন গার্ডেন্সের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো। সম্প্রতি দ্যা টেলিগ্ৰাফকে দেওয়া সাক্ষাৎকারে ইডেনের পিচ তত্ত্বাবধায়ক সুজন মুখার্জি (Sujan Mukherjee) বলেন, “পিচে স্পিনাররা একটু টার্ন পাবেন। কিন্তু পিচ কোনোভাবেই শুধুমাত্র স্পিনারদের জন্য সহায়ক হবে না। ভালো বাউন্সের ক্ষেত্রেও এবং ব্যাটিং স্ট্রোক খেলার জন্যেও সহায়তা তৈরি করবে। বলতে গেলে খেলার জন্য সবরকম দিক থেকে এটি উপযুক্ত পিচ হবে।”

উল্লেখ্য কলকাতা স্পিন আক্রমণে সুনীল নারিন (Sunil Narine), বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy), মুজিব উর রহমানের (Mujeeb Ur Rahman) সঙ্গে তরুণ লেগ-স্পিনার সুয়াশ শর্মা (Suyash Sharma) রয়েছেন। যারা এই বছর দলকে অনেকটাই সাহায্য করতে পারেন। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স ১৫ মার্চ থেকে ইডেন গার্ডেন্সে তাদের প্রস্তুতি শিবির শুরু করবে। সম্ভবত ১৭ মার্চ মিচেল স্টার্ক এই প্রস্তুতি শিবিরে এসে যোগ দেবেন। এরপর ২৩ মার্চ এই বছর আইপিএলে কলকাতা সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Hyderabad) বিপক্ষে ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচে মাঠে নামবে।