নিজেদের গোলেই জোড়া গোল দিল দল! দিল্লি প্রিমিয়ার লিগের লাইভ ম্যাচে ফিক্সিংয়ের জন্য ব্যান হল Ahbab FC

গতকাল দিল্লি প্রিমিয়ার লিগে ৪-০ গোলে আহবাব এফসি এগিয়ে থাকলেও ম্যাচের শেষ ১০ মিনিটে তারা ২ টি আত্মঘাতী গোল করে।

ভারতের জাতীয় ফুটবলকে উন্নত করার জন্য সবসময় রাজ্য পরিসরকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়। কিন্তু সব স্তরেই যদি দুর্নীতি বাসা বেঁধে থাকে তাহলে কোনো ক্রিয়া ক্ষেত্রই আন্তর্জাতিক মঞ্চে নিজেদের মাথা তুলে দাঁড়াতে পারে না। এর সঙ্গেই ভারতীয় ফুটবলে আরও এক হতাশাজনক ছবি সামনে এলো। দিল্লির সবচেয়ে বড়ো ফুটবল টুর্নামেন্ট দিল্লি প্রিমিয়ার লিগে (Delhi Premier League 2024) এবার ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ফুটবল মহলে রীতিমতো হইচই ফেলে দিয়েছে।

গতকাল দিল্লি প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আহবাব এফসি (Ahbab FC) এবং রেঞ্জার্স এফসি (Rangers FC) একে অপরের মুখোমুখি হয়। ম্যাচে ৪-০ গোলে আহবাব এফসি এগিয়ে থাকলেও ম্যাচের শেষ ১০ মিনিটে তারা ২ টি আত্মঘাতী গোল করে। ফলে ম্যাচটি আহবাব এফসি ম্যাচটি ৪-২ গোলে জয়লাভ করে নেয়। কিন্তু যখন ম্যাচের এই ভিডিও সোশ্যাল মিডিয়ার সামনে আসে তখন দেখা যায় আহবাব এফসি সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে নিজেরা আত্মঘাতী গোল দুটি করেছেন। এর পরেই দিল্লি প্রিমিয়ার লিগে ম্যাচ ফিক্সিংয়ের বিষয়টি প্রায় স্পষ্ট হয়ে যায়।

ভারতের সমস্ত স্তরের ফুটবলপ্রেমীরা বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করেন। সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) প্রাক্তন সাধারণ সম্পাদক শাজি প্রভাকরণ (Shaji Prabhakaran) নিজের এক্স অ্যাকাউন্টে পোস্ট করে লেখেন, “এটি একটি অপরাধমূলক কাজ এবং আজীবন নিষেধাজ্ঞার সাথে শাস্তি হওয়া উচিত।” উল্লেখ্য শাজি প্রভাকরণ একসময় দিল্লির সভাপতিও ছিলেন। ফলে এই পোস্টের নিচে অনেকে মন্তব্য করেন যে শাজি প্রভাকরণ বিষয়টি সম্বন্ধে সবকিছুই জানেন এবং তিনি বর্তমানে নাটক করছেন।

অন্যদিকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে (Kalyan Chaubey) এক্স অ্যাকাউন্টে বার্তা দিয়ে লেখেন, “দিল্লি প্রিমিয়ার লিগের ওপর গুরুতর সন্দেহ তৈরি করা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলির বিষয়ে আমাদের সচেতন করা হয়েছে। এটি খুবই উদ্বেগজনক। বিগত কয়েক মাস ধরে আমরা সন্দেহজনক ম্যাচের ওপর সঠিক প্রমাণ সংগ্রহ করছি এবং এই ধরনের বিষয় নির্মূল করার জন্য ক্রমাগত তদন্ত করছি।”

এরপরেই দিল্লি ফুটবল অ্যাসোসিয়েশন বিবৃতি দিয়ে জানায়,”সম্প্রতি শেষ হওয়া দিল্লি প্রিমিয়ার লিগে (২০২৩-২৪) ওঠা ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগগুলি নিয়ে একটি জরুরি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এই বৈঠকের সিদ্ধান্তে আহবাব ফুটবল ক্লাবের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তদন্তের ফলাফল না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।”