২০১৬ তে বিরাটের ক্যারিয়ার নিয়ে ভবিষ্যৎবাণী! হুবহু মিলে গেছে সব, জানুন কোহলির সামনে আর কি কি রয়েছে

খেলার দক্ষতা থাকার সঙ্গে সঙ্গে অনেক সময় ভাগ্যেরও প্রয়োজন হয় বলে অনেকেই মনে করেন। ভারতীয় দল এই বছর বিশ্বকাপের (World Cup 2023) প্রতিটি ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিলেও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনক হারের সম্মুখীন হয়। অন্যদিকে ভারতের হয়ে এই টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকলেও বিরাট কোহলি (Virat Kohli) বিশ্বকাপ ছুঁতে পারেননি। এর মধ্যেই ২০১৬ সালে প্রকাশিত বিরাট কোহলির একটি ভবিষ্যতবাণী সামনে এসেছে যা ভক্তদের রীতিমতো চমকে দিয়েছে।

বিরাট কোহলি এই বছর বিশ্বকাপে একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে এগিয়ে নিয়ে যান। তিনি এই টুর্নামেন্টে শচীন তেন্ডুলকারের (Sachin Tendulkar) করা একদিনের ক্রিকেটের সর্বোচ্চ শতরানের রেকর্ড ভেঙে দেন। বিশ্বকাপে তার ব্যাট থেকে ১১ ইনিংসে ৭৬৫ আসে যা এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান। তবে বিরাট দীর্ঘদিন ধরে ভারতের হয়ে অসাধারণ পারফরম্যান্স করলেও একটিও আইসিসি (ICC) ট্রফি এনে দিতে পারেননি। এই মুহূর্তে বিশ্ব সেরা দল নিয়েও ঘরের মাঠে ফাইনালে ব্লু ব্রিগেডদের অজিদের কাছে হারতে হয়েছে।

তবে এর মধ্যেই স্টার অ্যান্ড অ্যাস্ট্রোলজি নামক ফেসবুক পেজে করা বিরাট কোহলিকে নিয়ে একটি ২০১৬ সালের পোস্ট সামনে এসেছে‌। সেই পোস্ট অনুযায়ী বিরাট কোহলির জীবনের অনেক কিছুই মিলে গেছে। বিরাটের রাশিফল বিশ্লেষণ করে এই পেজটি বলেছিলো ২০১৬ থেকে ২০১৭ সালের মধ্যে তিনি ক্রিকেটের মধ্যমে বিশাল জনপ্রিয়তা পাবেন। এমনকি স্টার অ্যান্ড অ্যাস্ট্রোলজি ২০১৬ সালে দাবি করেছিলো বিরাট ২০১৭ সালের ডিসেম্বর থেকে ২০১৮ সালের জানুয়ারির মধ্যে বিবাহ করবেন।

একেবারে ভবিষ্যতবাণী মিলে যায় এবং বিরাটের ১১ ডিসেম্বর ২০১৭ সালে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) বিবাহ করেন। ভবিষ্যতবাণীতে বলা হয় সেপ্টেম্বর ২০২০ থেকে সেপ্টেম্বর ২০২১ সালের মধ্যে বিরাটের খারাপ সময় যাবে। তার ক্রিকেট জীবন লক্ষ্য করলে করলে আমরা এই রকম ওঠা-নামা দেখতে পাই এবং এই ভবিষ্যতবাণী অনুযায়ী তিনি বর্তমানে দুরন্ত ফর্মে আছেন। বিরাটের সন্তান হওয়ার বিষয়েও স্টার অ্যান্ড অ্যাস্ট্রোলজি সফল ভবিষ্যৎবাণী করেছিলো।

অন্যদিকে স্টার অ্যান্ড অ্যাস্ট্রোলজির করা বিরাটের ভবিষ্যতেবানী অনুযায়ী তিনি ২০২৭ সালে ক্রিকেট জীবনের অন্যতম সেরা ফর্মে থাকবেন এবং ২০২৮ সালের মার্চের আগে তিনি এই রকম ফর্মে থেকেই অবসর নেবেন। উল্লেখ্য ২০২৭ সালে পরবর্তী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে এবং অনেক বিশেষজ্ঞ মনে করছেন বিরাটের এই বিশ্বকাপ অধরা থেকে গেলেও তিনি ২০২৭ সালে শেষ বিশ্বকাপ খেলে শচীন তেন্ডুলকারের মতো চাম্পিয়ন হিসাবে ক্রিকেট থেকে বিদায় নেবেন।