ব্যান উঠল শ্রীলঙ্কার উপর থেকে! সিরিজসহ এবার আইসিসি টুর্নামেন্টেও খেলতে পারবে তারা, জানিয়ে দিল ICC

শ্রীলঙ্কা বিশ্ব ক্রিকেটের অন্যতম সফল একটি দল। তবে বর্তমানে তারা একাধিক বিতর্কে জড়িয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (SLC) দিকে একাধিক প্রশ্ন ওঠায় সম্প্রতি আইসিসি (ICC) সাময়িক ভাবে বিশ্ব ক্রিকেট থেকে তাদের নির্বাসিত করে। তবে এবার সুখবর শ্রীলঙ্কা ক্রিকেটের জন্য নির্বাসন অনেকটাই শিথিল করলো আইসিসি।

শ্রীলঙ্কা এশিয়া কাপের (Asia Cup) ফাইনালে ভারতের কাছে লজ্জাজনক হারের পর এই বছর বিশ্বকাপেও (World Cup 2023) তারা হতাশাজনক পারফরমেন্সের মধ্যমে সমর্থকদের হতাশ করে। কুশল মেন্ডিসের (Kusal Mendis) নেতৃত্বে লঙ্কা বাহিনী লিগ পর্যায়ের ৯ ম্যাচের মধ্যে ৭ টি ম্যাচেই তারা পরাজিত হয়। অন্যদিকে বিশ্বকাপ চলাকালীন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ওপর আর্থিক দুর্নীতির অভিযোগে এনে দেশের সরকার পক্ষ হস্তক্ষেপ করলে সমস্যা আরও জটিল হয়।

আইসিসির নিয়মকে লঙ্ঘন করায় আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড ১০ নভেম্বর শ্রীলঙ্কার সদস্যপদ খারিজ করে দেয়‌। এরফলে আন্তর্জাতিক ম্যাচ এবং আইসিসি টুর্নামেন্টে অংশগ্রহণ করা নিয়ে তারা সমস্যায় পড়ে। তবে আজ আইসিসি শ্রীলঙ্কা ক্রিকেটের সদস্যদের সঙ্গে বৈঠক করে নির্বাসনের বিষয়ে অনেকটাই শিথিলতা আনলো। সরকার যদি কোনোরকম হস্তক্ষেপ না করে এখন তারা আন্তর্জাতিক দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ এবং আইসিসি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে।

অন্যদিকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের আর্থিক বিষয়গুলো আইসিসি নিজে থেকে দায়িত্ব নেবে। তবে ২০২৪ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ (U19 World Cup 2024) শ্রীলঙ্কা থেকে দক্ষিণ আফ্রিকায় সরিয়ে দেওয়া হয়েছে‌। এই টুর্নামেন্টটি ১৩ জানুয়ারি থেকে শুরু হয়ে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ২০২৪ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে মোট ১৫ টি দলকে অংশগ্রহণ করতে চলেছে। ভারত ১৪ জানুয়ারি এই টুর্নামেন্টে বাংলাদেশের (India vs Bangladesh Match) বিপক্ষে মাঠে নামবে।