বিশ্বকাপ ফাইনালে ভারতকে হারিয়ে এবার ভারতীয় ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ডেভিড ওয়ার্নার

ডেভিড ওয়ার্নার, যিনি ভারতীয় সংস্কৃতিকে অনুসরণ করেন, এমনকি তাকেও হতাশাপূর্বক প্রতিক্রিয়া জানিয়েছেন ওই ট্যুইটার ব্যাবহারকারী মানুষটি। সেখানে অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকে তার রিপ্লাইয়ে ক্ষমা চাইতে দেখা গেছে৷

এবারের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ (ICC Cricket World Cup 2023) ফাইনালে হৃদয় বিদারক এক হারের সম্মুখীন হয়েছে ভারতীয় দল (India)। একটানা ১০ ম্যাচ জেতার পর ফাইনালে অস্ট্রেলিয়ার (Australia) কাছে হার কোনো ভাবেই মানতে পারছেন না ভারতীয়রা। স্পষ্টতই ভারতকে এই বিশ্বকাপের জন্য সকলে ফেবারিট মনে করলেও, ভারতের এই হারের পর মেনে পড়েছেন অনেকেই। ক্রিকেটার থেকে শুরু করে ভক্তরা প্রায় অনেকের চোখেই জল দেখা গেছে।

এদিকে এক ট্যুইটার (বর্তমানে এক্স) ব্যাবহারকারী বাকিদের মতোই অজি ক্রিকেটারদের হৃদয় বিদারক ওয়েভ পাঠান। ডেভিড ওয়ার্নার (David Warner), যিনি ভারতীয় সংস্কৃতিকে অনুসরণ করেন, এমনকি তাকেও হতাশাপূর্বক প্রতিক্রিয়া জানিয়েছেন ওই ট্যুইটার ব্যাবহারকারী মানুষটি। সেখানে অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকে তার রিপ্লাইয়ে ক্ষমা চাইতে দেখা গেছে৷ আরও একবার ভারতীয়দের মনের কোণে জায়গা করে নিয়েছেন ওয়ার্নার।

তিনি ভারতীয়দের উদ্দেশ্য করে ওই পোষ্টের জবাবে বলেছেন, “আমি ক্ষমাপ্রার্থী, এটি একটি দুর্দান্ত খেলা ছিল এবং পরিবেশটিও ছিল অবিশ্বাস্য। ভারত সত্যিই একটি অসাধারণ ইভেন্ট প্রস্তুত করেছে। সবাইকে ধন্যবাদ।” ভারতকে হারানোর পরে ভারতকে প্রশংসা করে তাদের কাছে ক্ষমা চেয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এই বিষয়টি নেটিজেনদের নজর কেড়েছে।

ভারতীয় দলের দুর্দান্ত পারফরমেন্স এবং ভারতের সফলভাবে আয়োজন করা এই বিশ্বকাপ নিয়ে স্বীকৃতি দিয়েছেন ডেভিড ওয়ার্নার। অন্যদিকে বিশ্বকাপের পর ভারত বনাম অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ (India vs Australia T20I Series) থেকে নাম প্রত্যাহার করেছেন ওয়ার্নার৷ ওই সময় বোর্ড থেকে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। ওই সিরিজে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন ম্যাথু ওয়েড (Matthew Wade)।