রাজকীয় ছন্দে রামমন্দিরে প্রবেশ সচিন তেন্ডুলকার, জানুন আর‌ কোন কোন ক্রিকেটার পৌঁছলেন এই পবিত্র স্থানে

আজ সমগ্ৰ ভারতবর্ষ দীর্ঘ অপেক্ষার পর অযোধ্যায় ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠার মতো অনুষ্ঠানের শুভক্ষণে এসে দাঁড়িয়েছে। তাই লক্ষ লক্ষ ভক্তরা ইতিমধ্যেই অযোধ্যায় এসে পৌঁছেছেন। এর সঙ্গেই রাজনীতিবিদ সহ ভিন্ন ক্ষেত্রে জনপ্রিয় ব্যক্তিত্বদের রাম মন্দির নিয়ে উচ্ছ্বাস ধরা পড়ছে। এবার অযোধ্যায় ক্রিকেটের ভগবান শচীন তেন্ডুলকার পা রাখলেন।

ভগবান রামের আত্মত্যাগের গল্প ভারতীয় সংস্কৃতির মধ্য দিয়ে প্রজন্মের পর প্রজন্মে প্রবাহিত হয়ে চলেছে। তিনি সমগ্র ভারত জুড়ে হাজার হাজার বছর ধরে পূজিত হয়ে আসছেন। তাই ভগবান রামের জন্মভূমি অযোধ্যায়‌ প্রতিষ্ঠিত মন্দির ঘিরে সাধারণ মানুষ থেকে তারকাদের মধ্যে এক আবেগঘন মুহূর্ত তৈরি হয়েছে। গতকালই আমরা ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার অনিল কুম্বলেকে (Anil Kumble) অযোধ্যায় পৌঁছাতে দেখেছি।

আজ এবার ভারত তথা বিশ্বের অন্যতম সফল ব্যাটসম্যান শচীন তেন্ডুলকার (Sachin Tendulkar) অযোধ্যায় পৌঁছালেন। বর্তমান দলের অন্যতম অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও (Ravindra Jadeja) পৌঁছে গেছেন। এছাড়াও বিরাট কোহলিও (Virat Kohli) খুব তাড়াতাড়ি পৌঁছাবেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে মহিলা ক্রিকেটারদের মধ্যে রাম মন্দিরের উন্মোচন অনুষ্ঠানে মিতালী রাজের (Mitali Raj) ছবি সামনে এসেছে। ভারতীয় ব্যাডমিন্টন প্লেয়ার সাইনা নেহওয়ালও (Saina Nehwal) অযোধ্যায় পৌঁছানোর ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন।

এর সঙ্গেই ভারতীয় ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) সোশ্যাল মিডিয়ায় ভারতবাসীকে শুভেচ্ছা বার্তা জানান। অন্যদিকে আজ আর কিছুক্ষণ পরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) প্রান প্রতিষ্ঠা অনুষ্ঠানের সূচনা করবেন। এই অনুষ্ঠানে প্রথম সারিতে উপস্থিত থাকবেন আরএসএস প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat), উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।