একাই দেড়শো রানের ইনিংস রজত পতিদারের, তবুও ঘরের মাঠেই ইংল্যান্ডের সামনে মুখ থুবড়ে পড়ল ভারত ‘A’ দল

ভারতীয় দল ইংল্যান্ডের (India vs England Series) বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজে অংশগ্রহণ করার আগে ব্লু ব্রিগেডদের তরুণ ক্রিকেটাররা ইংল্যান্ড লায়ন্সের (England Lions vs India A Match) বিপক্ষে মাঠে নেমেছে। ভারতীয় ‘এ’ দল প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেলেও ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে চলমান দ্বিতীয় ম্যাচে বিপর্যয়ের মুখে পড়েছে। ব্লু ব্রিগেডদের হয়ে রজত পাতিদার (Rajat Patidar) ছাড়া আর কেউ প্রথম ইনিংসে নজর কাড়তে পারলেন না।

প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় ‘এ’ দল প্রথম ইনিংসে ৪৬২ রানের বিশাল রান গড়েছিলো। সেই ম্যাচে রজত পাতিদার ১১১ রানের সঙ্গে সঙ্গে সারফারাজ খান (Sarfaraz Khan) ৯৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তবে দ্বিতীয় ম্যাচে প্রথম থেকেই ইংল্যান্ড লায়ন্স নিজেদের দাপট দেখায়। দলের ওপেনার কিটন জেনিংস (Keaton Jennings) ১৮৮ বলে ১৫৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। এর সঙ্গেই অধিনায়ক জোশ বোহানন (Josh Bohannon) ১৮২ বলে ১২৫ রান করেন।‌

যার ফলে ইংল্যান্ড লায়ন্স প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৫৫৩ রানে ডিক্লেয়ার ঘোষণা করে দেয়। এই বিশাল রান তাড়া নেমে ভারতীয় তরুণ ক্রিকেটাররা ম্যাচে বিপর্যয়ের মুখে পড়ে। একমাত্র রজত পাতিদার ১৫৮ বলে ১৫১ রানের দুর্দান্ত ইনিংস খেললেও আর কেউ সেইভাবে রান করতে পারেননি। রজতের ব্যাট থেকে মোট ১৯ টি চার এবং ৫ টি ছয় আসে। অন্যদিকে অধিনায়ক অভিমন্যু ইশ্বরন (Abhimanyu Easwaran) মাত্র ৪ রান করেন।

এছাড়াও সারফারাজ খানের ব্যাট থেকে মাত্র ৪ রান আসে। শ্রীকর ভারত মাত্র ১৫ রানে আউট হয়ে যান। এর সঙ্গেই ভারতীয় ‘এ’ দল প্রথম ইনিংসে মাত্র ২২৭ রানে অল আউট হয়ে অনেকটাই পিছিয়ে যায়। অন্যদিকে ঘরের মাটিতে ভারতীয় তরুণদের এরকম হতাশাজনক পারফরমেন্স দেখে বিশেষজ্ঞরা অনেকেই অবাক হয়েছেন। ম্যাচের তৃতীয় দিনে ইংল্যান্ড লায়ন্স বর্তমানে ৩৮৮ রানে এগিয়ে আছে।