Sachin khilari won silver nedal in shot put event paris Paralympics 2024
খেলা

Sachin Khilari: প্যারিস প্যারা অলিম্পিকে এবার শট পুট বিভাগ থেকে এল রৌপ্য পদক, একটুর জন্য সোনা হাতছাড়া করলেন শচীন খিলাড়ি

Published on:

প্যারিস প্যারা অলিম্পিকে ভারতের পারফরম্যান্স বর্তমানে সমর্থকদের কাছে প্রসংশিত হচ্ছে। গতকাল এই টুর্নামেন্টে ষষ্ঠ তম দিনের শেষে ব্লু ব্রিগেডরা মোট ২০ টি পদক জয় করে ইতিহাস তৈরি করে। এর আগে ভারতীয়রা টোকিও প্যারা অলিম্পিকে মোট ১৯ টি পদক জয় করে দৃষ্টান্ত তৈরি করেছিল। এবার আজ প্যারিস প্যারা অলিম্পিকে শট পুট এফ ৪৬ বিভাগ থেকে আরও একটা পালক যুক্ত হল। এই বিভাগে ভারতের হয়ে রৌপ পদক জয় করলেন শচীন খিলাড়ি।

এই বছর প্যারিস প্যারা অলিম্পিকে ভারতীয় দল এখনও পর্যন্ত ৩ টি সোনা, ৮ রৌপ্য এবং ১০ টি ব্রোঞ্জ পদক জয় করেছে। গতকাল ষষ্ঠ তম দিনের শেষে ব্লু ব্রিগেডরা হাই জাম্প এবং জ্যাকলিন বিভাগে যথাক্রমে দুটি রৌপ পদক ও দুটি ব্রোঞ্জ পদক জয় করে মোট ৪ টি পদক ঘরে তোলে। আজ প্যারিসে চলমান প্যারালিম্পিকে সপ্তম দিনে শচীন খিলাড়ি পুরুষদের শট পুট এফ ৪৬ বিভাগে মাঠে নামেন। শচীন তার দ্বিতীয় নিক্ষেপের পরেই স্বর্ণ পদকের অবস্থানে পৌঁছে গিয়েছিলেন।

WhatsApp Community Join Now

কিন্তু কানাডার কঠিন প্রতিপক্ষ গ্রেগ স্টুয়ার্ট তৃতীয় প্রচেষ্টায় ভারতীয় ক্রীড়াবিদকে ছাড়িয়ে যান। এরপর ৩৫ বছর বয়সী শচীন লিখাড়ি মরিয়া লড়াই চালান। তবে তিনি ছয়বারের প্রচেষ্টায় ১৬.৩২ মিটার ব্যাক্তিগত সেরা থ্রোয়ের মাধ্যমে দ্বিতীয় স্থানে শেষ করে রৌপ পদক জয় করেন। স্বর্ণপদক বিজয়ী গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে শচীনের পয়েন্টের ব্যাবধান ছিল মাত্র ০.০৬ মিটার। স্টুয়ার্ট তার ব্যক্তিগত সেরা ১৬.৪৮ মিটার থ্রো করেন।

এছাড়াও ক্রোয়েশিয়ার লুকা বাকোভিচ পুরুষদের শট পুট এফ ৪৬ বিভাগে ১৬.২৭ মিটার থ্রো করে ব্রোঞ্জ পদক জয় করেছেন। অন্যদিকে এই বিভাগে শচীন খিলাড়ির সঙ্গে ভারতীয় হিসাবে মহম্মদ ইয়াসির এবং রোহিত কুমার ফাইনালে অংশগ্রহণ করেছিলেন। শেষ পর্যন্ত মহম্মদ ইয়াসির ১৪.২১ মিটার এবং রোহিত কুমার ১৪.১০ মিটার থ্রো করে যথাক্রমে অষ্টম তম এবং নবম তম স্থানে শেষ করেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন