ব্যর্থতা কাটিয়ে অবশেষে সাফল্য পেলেন ৪৩ বছর বয়সী রোহন বোপান্না, এশিয়ান গেমসে দেশকে এনে দিলেন নবম সোনা

খেলোয়াড়দের বয়স বাড়লেও চাম্পিয়ন হওয়ার খিদে কখনও কমে না। বর্তমানে চলমান এশিয়ান গেমসে (Asian Games 2023) সকল বয়সের খেলোয়াড়দের সমানভাবে লড়তে দেখা যাচ্ছে। কিছু দিন আগেই ভারতের টেনিস খেলোয়াড় রোহন বোপান্নার (Rohan Bopanna) গ্র্যান্ড স্ল্যাম (Grand Slam) জয় হাত ছাড়া হয়েছিলো। এবার ৪৩ বছর বয়সী এই খেলোয়াড়ের হাত ধরে টনিসে এই বছর এশিয়ান গেমসে ভারতের প্রথম সোনা এলো।

এই মাসের শুরুর দিকেই রোহন বোপান্না পুরুষদের ইউএস ওপেন ডবলসে একটুর জন্য জয় পাননি। এই টুর্নামেন্টে তিনি জয় পেলে সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্ল্যাম জয়ের শিরোপা পেতেন। চোখের জলে দেশে ফিরলেও দুরন্ত ঘুরে দাঁড়িয়ে এবার রোহন এশিয়ান গেমসের টনিসে ভারতের জন্য সোনা এনে দিলেন। এই বছর এশিয়ান গেমসে ছেলেদের ডবলসে ভারত রুপো দিয়ে শেষ করে। তবে রোহন বোপান্না ২৭ বছর বয়সী রুতুজা ভোসলের (Rutuja Bhosale) সঙ্গে জুটি বেঁধে এই অনন্য কীর্তি স্থাপন করলেন।

চাইনিজ তাইপেই জুটি সুং-হাও হুয়াং (Tsung-hao Huang) এবং এন-শুও লিয়াং (En-shuo Liang) এর কাছে প্রথম রাউন্ডে রোহন এবং রুতুজা ২-৬ ব্যবধানে হেরে যায়। তারপর দুরন্ত ফিরে আসেন তারা মাত্র ৩০ মিনিটে ৬-৩ সেটে জয় ছিনিয়ে নেয়। তৃতীয় রাউন্ডে টাইব্রেকার হওয়ার পর রোহন এবং রুতুজা জুটি ১০-৪-এর বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করে সোনার শিরোপা ঘরে তোলে। এটি এই বছর এশিয়ান গেমসে ভারতের নবম সোনা।

শেষ বারের এশিয়ান গেমসের ডবলসে রোহন বোপান্নার হাত ধরে ভারত টেনিসে সোনা জিতেছিলো। অন্যদিকে আজ ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড বিভাগে সারাবজোত সিং (Sarabjot Singh) এবং দিব্যা থাদিগোল (Divya Thadigol) রূপো জয় করেছেন। এখনও পর্যন্ত ভারত এই বছর এশিয়ান গেমসে ৯ টি সোনা সহ ১৩ টি রূপো এবং ১৩ ব্রোঞ্চ নিশ্চিত করলো।