সম্প্রতি শেষ হওয়া প্যারিস অলিম্পিকে একাধিক ক্রীড়াবিদ নজর করলেও মোট ৬ টি পদক জয় করে ভারতীয় দল শেষ করে। তবে এবার চলমান প্যারিস প্যারা অলিম্পিকের দ্বিতীয় দিনেই ব্লু ব্রিগেডরা একের পর এক পদক জয় করে সমর্থকদের মধ্যে প্রত্যাশা তৈরি করছে। আজ শুটিং বিভাগ থেকে জোড়া পদক আসার পর প্রীতি পালের দিকে সমর্থকদের বিশেষ নজর ছিল। এবার তিনি ১০০ মিটার টি৪৭ বিভাগে ব্রোঞ্জ পদক জয় করলেন।
আজ প্যারিস প্যারা অলিম্পিকের দ্বিতীয় দিনেই ভারতীয় মহিলারা দুরন্ত পারফরম্যান্স করে একের পর এক মেডেল এনে দিচ্ছেন। প্রথমেই এসএইচ১ মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জয় করে ইতিহাস তৈরি করেন অবনী লেখারা। একই বিভাগে মোনা আগরওয়াল ব্লু ব্রিগেডদের হয়ে ব্রোঞ্জ পদক জয় করেন। এবার প্যারিস প্যারা অলিম্পিকে প্রীতি পালের হাত ধরে ভারতের তৃতীয় পদক এল। তিনি আজ ১০০ মিটার টি৪৭ দৌড় বিভাগে মাঠে নামেন।
প্রীতি পাল এই বিভাগে ১৪.২১ সেকেন্ডের ব্যক্তিগত সেরা রেকর্ড তৈরি করে চীনের জিয়া ঝৌ এবং কিয়ানকিয়ান গুওয়ের পর দৌড় শেষ করেন। ব্রোঞ্জ পদক জয় করে এই বছর প্যারা অলিম্পিকে প্রীতি ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের হয়ে প্রথম পদক এনে দিলেন। উত্তর প্রদেশের মিরাটে বড়ো হয়ে ওঠা এই ক্রীড়াবিদের জীবন অনেক কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে। তিনি অল্প বয়সে সেরিব্রাল পালসি রোগে আক্রান্ত হন এবং তার শহরে এই রোগের সঠিক চিকিৎসার জন্য সুযোগ সুবিধা তেমন ছিল না।
১৭ বছর বয়সে প্যারালিম্পিকের ভিডিও দেখার পর প্রীতি দৌড় শুরু করেছিলেন। তিনি শেষ পর্যন্ত দিল্লিতে চলে যান এবং জওহরলাল নেহরু স্টেডিয়ামে কোচ গজেন্দ্র সিংয়ের নির্দেশনায় প্রশিক্ষণ শুরু করেন। এরপর এই বছরের মে মাসে জাপানের কোবেতে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রীতি দুরন্ত পারফরম্যান্স করে চমক দেন। তিনি মহিলাদের টি৩৫ ২০০ মিটার বিভাগে ৩০.৪৯ সেকেন্ড দৌড় শেষ করে ব্রোঞ্জ পদক জয় করার সঙ্গে সঙ্গে প্যারিস প্যারা অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছিলেন।