Paris Paralympic 2024 day 1 29th August indian team full schedule
খেলা

Paris Paralympic Day 1 Schedule: আজ প্যারালিম্পিকসে যাত্রা শুরু করবে ভারত, দেখুন প্রথম দিনে কোন কোন খেলায় অংশ নেবে ভারত

Published on:

প্যারালিম্পিক কমিটি অফ ইন্ডিয়ার সভাপতি দেবেন্দ্র ঝাঝারিয়া এবং মিশনের প্রধান সত্যপ্রকাশ সাঙ্গওয়ান সহ একটি বড় দল প্যারিসে পৌছেছে। ২০২১ সালে টোকিও প্যারালিম্পিকে ভারত ১৯টি পদক (পাঁচটি স্বর্ণ, আটটি রৌপ্য, ছয়টি ব্রোঞ্জ) জিতেছিল, যা এখনও পর্যন্ত আমাদের সেরা পারফরম্যান্স। তবে‌ এবছর রেকর্ড সংখ্যক অ্যাথলিট সহ ভারতীয় দল আরো বেশি পদকের আশা করছে।

প্যারালিম্পিক্সে অংশ নিতে ৮৪ সদস্যের ভারতীয় দল ৯৫ জন আধিকারিক নিয়ে প্যারিসে গেছে। এর মধ্যে রয়েছে বিশেষ প্রয়োজনের পরিপ্রেক্ষিতে খেলোয়াড়দের সঙ্গে থাকা ব্যক্তিগত কোচ ও সহকারীরা। ভারতীয় দলে মোট ১৭৯ জন সদস্য রয়েছেন। এই ৯৫ জন কর্মকর্তার মধ্যে ৭৭ জন টিম অফিসার, ৯ জন টিম মেডিকেল অফিসার এবং ৯ জন অন্যান্য টিম অফিসার। প্যারিস প্যারালিম্পিক্সে (২৮ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর) ভারত তার সর্ববৃহৎ ৮৪ জন অ্যাথলিট দল পাঠিয়েছে।

WhatsApp Community Join Now

আজ ২৯ আগস্ট বৃহস্পতিবার এই প্যারালিম্পিকসে যাত্রা শুরু করবে ভারত। প্রথম দিনে ভারত তাইকোন্ডো, সাইকেলিং, তীরন্দাজী ও ব্যাডমিন্টন খেলায় অংশ নেবে। মেয়েদের তাইকোন্ডো এবং সাইকেলিংয়ে পদকেরও সুযোগ রয়েছে আজ।

দেখে নিন প্যারিস প্যারালিম্পিকের প্রথম দিনে‌ ভারতের সম্পূর্ণ সময়সূচি –

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন