Ms dhoni and csk may be seen on goat film of thalapathy vijay on 5th September
খেলা

Vijay-MS Dhoni: দুই থালাকে‌ এবার একসাথে দেখা যাবে সিনেমায়,‌ থালাপতি বিজয়ের আসন্ন এই ছবিতে দেখা যাবে এই দৃশ্য

Published on:

দক্ষিণ ভারতে ক্রিকেটের জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে সিনেমা নিয়েও সাধারণ মানুষদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যায়‌। দক্ষিণ ভারতের এক একজন নায়ককে নিয়ে ভক্তদের উচ্ছাসের ছবি সকলের কাছেই পরিচিত। একইরকমভাবে চেন্নাই সুপার কিংসের সঙ্গে মহেন্দ্র সিং ধোনি অতপ্রোতভাবে জড়িয়ে থাকা দক্ষিণ ভারতের সমর্থকদের কাছে এই ক্রিকেটারকে অন্যতম ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলেছে। এবার থালাপতি বিজয় এবং মহেন্দ্র সিং ধোনিকে একই সিনেমায় দেখতে পাওয়ার গুঞ্জন সামনে এল।

মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বর্তমানে একমাত্র আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামেন। এই বছর আইপিএলে তিনি চেন্নাইয়ের অধিনায়কত্বের পদ থেকে সরে এসে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে রুতুরাজ গায়কওয়াডের কাঁধে তুলে দিয়েছিলেন। তবু ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ককে একবার মাঠে ব্যাট হাতে নামতে দেখার জন্য ক্রিকেট ভক্তরা মাঠে পৌঁছে গিয়েছিলেন। টিভি বা মোবাইল ফোনের স্ক্রিনে চোখ রেখেছিলেন লক্ষ লক্ষ সামর্থক‌।

WhatsApp Community Join Now

এবার মহেন্দ্র সিং ধোনিকে থালাপতি বিজয়ের আসন্ন সিনেমা ‘দ্যা গ্রেটেস্ট অফ অল টাইম’-এ দেখা যাবে বলে মনে করা হচ্ছে। স্বয়ং এই সিনেমার পরিচালক ভেঙ্কট প্রভু জল্পনা উস্কে দিয়েছেন। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা ‘দ্যা গ্রেটেস্ট অফ অল টাইম’ সিনেমার একটি দৃশ্যে চেন্নাই সুপার কিংসের ম্যাচ দেখাতে চলেছি‌। ফলে আপনি বুঝতেই পারছেন কাকে পর্দায় দেখতে পাওয়া যাবে।” ফলে সিনেমায় মহেন্দ্র সিং ধোনির উপস্থিতি প্রায় নিশ্চিত বলে সমর্থকরা মনে করছেন।

উল্লেখ্য থালাপতি বিজয় দক্ষিণ ভারতের অন্যতম সুপারস্টার। তবে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে যোগ দেওয়ার কারণে আর সিনেমা করতে চাইছেন না। ফলে ‘দ্যা গ্রেটেস্ট অফ অল টাইম’-এর পর ‘থালাপতি ৬৯’ সম্ভবত থালাপতি বিজয়ের শেষ সিনেমা হতে চলেছে। তাই এই দুই সিনেমাকে নিয়ে সাধারণ সমর্থকদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। এর সঙ্গে এবার মহেন্দ্র সিং ধোনির নাম যোগ হওয়ায় উন্মাদনা আরও অনেকটাই বৃদ্ধি পেল। দ্যা গ্রেটেস্ট অফ অল টাইম’ আগামী ৫ সেপ্টেম্বর বড়ো পর্দায় মুক্তি পাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন