প্যারিস প্যারালিম্পিক্সে ভারতকে আরও একটি পদক জিতিয়েছেন মণীশ নারওয়াল। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে অসাধারণ পারফরম্যান্স করে রুপো জেতেন তিনি। ২৩৪.৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান দখল করেন মণীশ। এই জয়ের ফলে প্যারালিম্পিক গেমসের ইতিহাসে ষষ্ঠ ভারতীয় অ্যাথলিট হিসেবে একাধিক পদক জয়ের নজির গড়লেন ২২ বছর বয়সী এই অ্যাথলিট। হরিয়ানার বল্লভগড়ের বাসিন্দা মণীশ নারওয়াল।
ফাইনালে মণীশ নারওয়াল প্রতিদ্বন্দ্বী ছিলেন দক্ষিণ কোরিয়ার জিয়ংডু জো এবং চিনের চাও ইয়াংয়ের বিরুদ্ধে। মনীশ শুরুতে কিছুটা ধীর ছিল এবং প্রথম প্রচেষ্টায় কেবল ৮.৮ পয়েন্ট অর্জন করতে পেরেছিল। তবে ২০২০ টোকিও প্যারালিম্পিক্সে সোনাজয়ী এই খেলোয়াড় দারুণ প্রত্যাবর্তন ঘটিয়েছেন। স্বর্ণপদকের চূড়ান্ত রাউন্ডে, মণীশ ৮.৯ পয়েন্ট স্কোর করেছিলেন, যেখানে জিওংডু ১০.৮ এর দুর্দান্ত স্কোর করেছিলেন। শেষ প্রচেষ্টায় মণীশ ৯.৯ পয়েন্ট স্কোর করেন, যেখানে দক্ষিণ কোরিয়ার তারকা ৮.৮ পয়েন্ট স্কোর করেন। কিন্তু শুরুর দিকে পিছিয়ে থাকায় রুপোর পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে মণীশকে।
পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ 1১এর চূড়ান্ত ফলাফল নিম্নরূপ ছিল
জিয়ংডু জো (দক্ষিণ কোরিয়া) – ২৩৭.৪ পয়েন্ট
মণীশ নারওয়াল (ভারত)- ২৩৪.৯ পয়েন্ট
- চাও ইয়াং (চীন) – ২১৪.৩ পয়েন্ট
প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের মোট চারটি পদক হল। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতে ভারতের খাতা খুলেছেন তারকা শ্যুটার অবনী লেখারা। একই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন মোনা আগরওয়াল। এছাড়া ১০০ মিটার টি-৩৫ ইভেন্টে ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন প্রীতি পাল। এইভাবে ভারত এখনও পর্যন্ত একটি সোনা, একটি রুপো এবং দুটি ব্রোঞ্জ পেয়েছে।