LSG vs PBKS Dream11 Prediction: বানান লখনউ বনাম পাঞ্জাব ম্যাচের ড্রিম ১১ ফ্যান্টাসি টিম, দেখুন হেড টু হেড ও ভেন্যু রেকর্ড

এই মাঠে লখনউ ২ ম্যাচ খেলে ২ টি ম্যাচে জয় পেয়েছে। অন্যদিকে পাঞ্জাব এই মাঠে একটি ম্যাচও খেলেনি।

আজ আইপিএলে (IPL) ‌দিনের দ্বিতীয় ম্যাচে লখনউয়ের একানা স্টেডিয়ামে‌ মুখোমুখি হবে লখনৌ সুপার জায়েন্টস (Lucknow Super Giants) এবং পাঞ্জাব কিংস (Panjab Kings)। এই গুরুত্বপূর্ণ ম্যাচের ড্রিম ইলেভেন টিম কী হতে পারে, হেড টু হেড কে ভালো খেলেন, ভেন্যু রেকর্ড‌, সবকিছু নিয়ে আমরা এই প্রতিবেদনে আলোচনা করবো।

এই মাঠে লখনউ ২ ম্যাচ খেলে ২ টি ম্যাচে জয় পেয়েছে। অন্যদিকে পাঞ্জাব এই মাঠে একটি ম্যাচও খেলেনি।

প্রথম ব্যাটিংয়ে দল জিতেছে – ৭/১৭ বার
এই মাঠের রান প্রতি ওভার – ৭

পেসার – ৫২ উইকেট (৮ ম্যাচ)
প্রথম ইনিংসে- ৩০ টি দ্বিতীয় ইনিংসে- ২২ টি
বাঁহাতি- ১৭ টি ডানহাতি- ৩৫ টি
স্পিনার- ৪৬ উইকেট
প্রথম ইনিংসে- ২৭ টি‌ দ্বিতীয় ইনিংসে- ১৯ টি
অফ ব্রেক- ৫ টি, লেগ ব্রেক- ১৪ টি, বাঁ হাতি অর্থোডক্স-২৫ টি বাঁ হাতি চায়নাম্যান- ২ টি

সম্ভাব্য একাদশ লখনউ (Probable XI of LSG)

লোকেশ রাহুল
কুইন্টন ডি কক
দীপক হুদা
নিকোলাস পুরান
মার্কাস স্টোয়নিস
ক্রুনাল পান্ডিয়া
আয়ুশ বাদোনি
রবি বিষ্ণোই
মার্ক উড
আবেশ খান
জয়দেব উনাদকাট

সম্ভাব্য একাদশ পাঞ্জাব (Probable XI of PBKS)

শিখর ধাওয়ান
প্রভসিমরান সিং
ম্যাথু শর্ট
লিয়াম লিভিংস্টোন
শাহরুখ খান
জিতেশ শর্মা
স্যাম কারান
হরপ্রীত ব্রার
কাগিসো রাবাদা
অর্শদীপ সিং
রাহুল চাহার

প্লেয়ারদের হেড টু হেড,ভেন্যু এবং সাম্প্রতিক ফর্ম

লখনউ সুপারজায়েন্টস (Lucknow Super Giants)

লোকেশ রাহুল- ম্যাচ- ৭ গড়- ২৯ রান- ১১৬
ভেন্যু-ম্যাচ- ৩ রান- ৬৯
ফর্ম- ১৮, ৩৫, ২০, ৮, ৩২, ৯, ৭৫, ৭, ৬৪

কুইন্টন ডি কক- ম্যাচ- ১১ গড়- ৩৭ রান- ৩৬৯
ভেন্যু- ম্যাচ- ৫ গড়- ৩২ রান- ১৬২
ফর্ম-৮, ৯, ২১, ১০০, ০, ৪৮

দীপক হুদা- ম্যাচ- ৯ রান‌- ১৫৩ উইকেট- ১
ভেন্যু-ম্যাচ- ৩ রান- ২৪ উইকেট-১
ফর্ম- ৯, ৭+০, ২, ১৭, ২, ১, ১০+০, ৪, ৯

নিকোলাস পুরান- ম্যাচ- ২ রান- ৪০
ভেন্যু- ম্যাচ- ৩ রান- ৫১
ফর্ম- ৬২, ১১, ৩২, ৩৬, ৪১, ২, ১৬, ৩৯, ৩০

মার্কাস স্টোয়নিস- ম্যাচ- ৭ গড়-৫৫ রান- ১৬৪ উইকেট- ৩
ভেন্যু- ম্যাচ- ২ রান- ২২
ফর্ম- ৬৫, ১০, ২১, ১২, ২৫+১, ৫+২, ১১, ৪২

ক্রুনাল পান্ডিয়া- ম্যাচ-১২ গড়- ১৭ রান- ১৩৭ উইকেট- ৭
ভেন্যু- ম্যাচ- ৩ রান- ৪৯ উইকেট- ৩
ফর্ম- ০+০, ৩৪+৩, ৯+০, ১৫*, ৭+২, ৩, ৩১, ১৬+২

আয়ুশ বাদোনি-ম্যাচ-১ রান- ৪
ভেন্যু- ম্যাচ- ২ রান-১৮
ফর্ম- ৩০, ২৩, ১৮, ৬, ৯১+০, ২

রবি বিষ্ণোই- ম্যাচ- ১ উইকেট- ১
ভেন্যু- ম্যাচ- ২ উইকেট- ৩
ফর্ম- ০, ১, ৩, ২, ১, ৩, ০, ০, ১, ৪, ২

মার্ক উড- ম্যাচ- উইকেট-
ভেন্যু- ম্যাচ- ১ উইকেট- ৫
ফর্ম- ১, ৩, ৫, ১, ০, ২, ৩

আবেশ খান-ম্যাচ- ৫ উইকেট- ৪
ভেন্যু-ম্যাচ- ১ উইকেট- ২
ফর্ম- ০, ১, ২, ৬

জয়দেব উনাদকাট- ম্যাচ-১২ উইকেট- ৭
ভেন্যু- ম্যাচ- ২ উইকেট- ০
ফর্ম- ০, ০, ০, ১, ৪, ২২+১, ১৮+২,

পঞ্জাব কিংস (Punjab Kings)

শিখর ধাওয়ান- ম্যাচ- ১ রান- ৫
ভেন্যু- ম্যাচ- ১ রান- ৪৩
ফর্ম- ৮, ৯৯*,৮৬, ৪০, ৩, ৮, ৭, ২৮, ৩, ৭২, ৫৪

প্রভসিমরান সিং- ম্যাচ- রান-
ভেন্যু- ম্যাচ- ৪ রান- ১৮২ গড়- ৬১
ফর্ম- ০, ০, ৬০, ২৩, ০, ২

ম্যাথু শর্ট- ম্যাচ- রান-
ভেন্যু- ম্যাচ- রান-
ফর্ম- ৩৬, ১, ৩+০, ১০৮+০

লিয়াম লিভিংস্টোন- ম্যাচ- ১রান- ১৮
ভেন্যু- ম্যাচ- রান- গড়-
ফর্ম- ১+০, ০, ৪+০, ২০+০, ১+৩

শাহরুখ খান- ম্যাচ- রান-
ভেন্যু- ম্যাচ- ৮ রান- ৭৮
ফর্ম- ২২, ৪, ১১, ১১, #, ০, ৪৬, ২৯, ২৮+০

জিতেশ শর্মা- ম্যাচ- ১ রান- ২
ভেন্যু- ম্যাচ- রান-
ফর্ম- ২৫, ৪, ২৭, ২১, ১৯, ১২, ০, ৪৮,

স্যাম কারান- ম্যাচ- রান- উইকেট-
ভেন্যু- ম্যাচ- ৬ উইকেট- ৬ রান- ১১১
ফর্ম- ২২+১, ২২+০, ১+০, ২৬+১, ৪+০, ১২+১, ৬+০,

হরপ্রীত ব্রার- ম্যাচ- উইকেট-
ভেন্যু- ম্যাচ- ৪ উইকেট- ৪
ফর্ম- ১, ০, ০, ১, ১১+০, ১, ২, ৩

কাগিসো রাবাদা- ম্যাচ- ১ উইকেট- ৪
ভেন্যু- ম্যাচ- উইকেট-
ফর্ম- ১, ০,২,০, ০, ১, ৩, ২

অর্শদীপ সিং- ম্যাচ- ১ উইকেট- ০
ভেন্যু- ম্যাচ- ৩ উইকেট- ৫
ফর্ম- ১, ২, ৩, ২, ২, ১, ৩, ০

রাহুল চাহার- ম্যাচ- ১ উইকেট- ২
ভেন্যু- ম্যাচ- উইকেট-
ফর্ম- ০, ১, ০, ১, ২, ০, ১, ৫, ১

লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants) বনাম পঞ্জাব কিংস (Punjab Kings) ড্রিম ১১ টিম (LSG vs PBKS Dream 11 Team)

উইকেট কিপার- নিকোলাস পুরান

ব্যাটসম্যান- শিখর ধাওয়ান (c), কে এল রাহুল, ম্যাথু শর্ট

অলরাউন্ডার- লিয়াম লিভিংস্টোন (vc), মার্কাস স্টোয়নিস, স্যাম কারান

বোলার- কাগিসো রাবাদা, অর্শদীপ সিং, মার্ক উড, রবি বিষ্ণোই