Lakshya Sen badminton sensation said he wants to be like Virat Kohli
খেলা

Lakshya Sen: ‘আমি ব্যাডমিন্টনের বিরাট কোহলি হতে চাই…’, অলিম্পিক কাঁপিয়ে এবার বড় মন্তব্য তরুণ অ্যাথলিটের

Published on:

একজন খেলোয়াড়ের সফল হওয়ার জন্য অদম্য লড়াই‌ অন্যান্য খেলোয়াড়দেরকেও প্রভাবিত করে থাকে। বর্তমানে ভারতে ক্রিকেটের জনপ্রিয়তা কুস্তি, হকি, ব্যাডমিন্টনের মতো খেলাগুলিকেও একইরকমভাবে প্রভাবিত করছে। এই বছর প্যারিস অলিম্পিকে বেশ কিছু ক্রীড়াবিদের ওপর ভারতীয় সমর্থকদের চোখ ছিল। তাদের মধ্যে অনেকেই মেডেল আনতে না পারলেও দুর্দান্ত পারফরমেন্সের জন্য প্রশংসিত হয়েছেন। এবার তাদের মধ্যে অন্যতম লক্ষ্য সেন বিরাট কোহলির বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন।

এই বছর প্যারিস অলিম্পিকে ভারতীয় দল মোট ৬ টি পদক জয় করেছে। তার মধ্যে শুটিং বিভাগ থেকে ৩ টি, কুস্তি বিভাগ থেকে ১ টি এবং হকি বিভাগ থেকে ১ টি ব্রোঞ্জ পদক এসেছে। এছাড়াও জ্যাভলিন থ্রো থেকে নীরজ চোপড়া একটি রৌপ পদক জয় করে দেশকে সন্মান এনে দিয়েছেন। তবে এই বছর প্যারিস অলিম্পিকে ব্যাডমিন্টন বিভাগ থেকে পিভি সিন্ধুর প্রতি সমর্থকদের অনেকটাই প্রত্যাশা ছিল। কিন্তু তিনি কোয়ার্টার ফাইনালেই জায়গা করে নিতে ব্যর্থ হন। এই সবের মধ্যে ব্যাডমিন্টন বিভাগে লক্ষ্য সেন দুরন্ত পারফরম্যান্স করে নজর কাড়েন।

WhatsApp Community Join Now

তিনি একটুর জন্য এই বছর প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয় করতে পারেননি। তবে লক্ষ্য সেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা একাধিক তারকাকে হারিয়ে আলোচনায় উঠে আসেন। প্যারিস অলিম্পিকে ইন্দোনেশিয়ার জোনাটান ক্রিস্টির বিরুদ্ধে তার নো-লুক রিভার্স ব্যাকহ্যান্ড শট সোশ্যাল মিডিয়ার রীতিমতো ভাইরাল হয়। এই শটটি অনেক ক্রীড়া প্রেমী মেলবোর্নে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হারিস রউফের বিরুদ্ধে বিরাট কোহলির মারা ঐতিহাসিক ছয়ের সঙ্গে তুলনা করেছেন।

এবার নিজের ব্যাডমিন্টন জীবনে ভারতীয় তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির প্রভাব নিয়ে লক্ষ্য সেন গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন। সম্প্রতি রণবীর এলাহাবাদিয়া শোতে এক সাক্ষাৎকারে এই ব্যাডমিন্টন তারকা বলেন, “বিরাট কোহলি ভারতীয় ক্রীড়া জগতে সবচেয়ে বড়ো আইকনদের মধ্যে অন্যতম একজন। বিশেষ করে তার মানসিকতা এবং আগ্রাসনের জন্য আমি তার ভক্ত। একই সময়ে তিনি ভারতীয় ক্রিকেটের জন্য অনেক কিছু করেছেন। তাই হ্যাঁ আমি আগামী বছরগুলিতে ভারতীয় ব্যাডমিন্টনের বিরাট কোহলি হয়ে উঠতে চাই।”

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন