RCB vs CSK: বানান ব্যাঙ্গালোর বনাম চেন্নাই ম্যাচের ড্রিম ১১ ফ্যান্টাসি টিম, দেখুন হেড টু হেড ও ভেন্যু রেকর্ড

আইপিএলে (IPL) আজ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super kings) মুখোমুখি হবে। এই গুরুত্বপূর্ণ ম্যাচের ড্রিম ইলেভেন টিম কী হতে পারে, হেড টু হেড কে ভালো খেলেন, ভেন্যু রেকর্ড‌, সবকিছু নিয়ে আমরা এই প্রতিবেদনে আলোচনা করবো।

এই মাঠে ব্যাঙ্গালোর ৮৫ ম্যাচ খেলে ৪৪ টি ম্যাচে জয় পেয়েছে। অন্যদিকে চেন্নাই ১৪ ম্যাচ খেলে ৮ টি ম্যাচে জয় পেয়েছে।
প্রথম ব্যাটিংয়ে দল জিতেছে – ৩/৭ বার
এই মাঠের রান প্রতি ওভার – ১০

পেসার – ৫১ উইকেট (৭ ম্যাচ)
প্রথম ইনিংসে- ১৭ টি দ্বিতীয় ইনিংসে- ৩৪ টি
বাঁহাতি- ১২ টি ডানহাতি- ৩৯ টি
স্পিনার- ২৬ উইকেট
প্রথম ইনিংসে- ১৭ টি‌ দ্বিতীয় ইনিংসে- ০৯ টি
অফ ব্রেক- ৭ টি, লেগ ব্রেক- ১১ টি, বাঁ হাতি অর্থোডক্স- ৫ টি, বাঁ হাতি চায়নাম্যান- ৩

সম্ভাব্য একাদশ ব্যাঙ্গালোর (Probable XI Of RCB)

বিরাট কোহলি
ফাপ ডুপ্লেসিস
মহীপাল লোমরর
গ্লেন ম্যাক্সওয়েল
শাহবাজ আহমেদ
ওয়ানিন্দু হাসারাঙ্গা
দীনেশ কার্তিক
ওয়েন পার্নেল
মোহাম্মদ সিরাজ
করন শর্মা
হর্ষল প্যাটেল

সম্ভাব্য একাদশ চেন্নাই (Probable XI CSK)

ঋতুরাজ গায়কোয়াড
ডেভন কনওয়ে
মঈন আলী
অজিঙ্কা রাহানে
অম্বতি রাইডু
এম এস ধোনী
রবীন্দ্র জাদেজা
শিবম দুবে
দীপক চাহার
মিচেল স্যান্টনার
তুষার দেশপান্ডে

প্লেয়ারদের হেড টু হেড,ভেন্যু এবং সাম্প্রতিক ফর্ম

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)

ফাফ ডুপ্লেসি- ম্যাচ- ২ রান- ৪৬
ভেন্যু- ম্যাচ- ৮ রান- ২৯৬ গড়- ৭৪
ফর্ম- ২২, ৭৯, ২৩, ৭৩, ০, ০, ৯২, ১১৩, ৩৭

বিরাট কোহলি- ম্যাচ- ৩০ রান- ৯৯৩ গড়- ৩৮
ভেন্যু- ম্যাচ- ৯২ গড়- ৪১ রান- ২৯৫৫
ফর্ম- ৫০, ৬১, ২১, ৮২*, ৫৪, ৩১, ৪, ৩৬, ১১

মহীপাল লোমরর- ম্যাচ- ১ রান- ৪২
ভেন্যু- ম্যাচ- ৩ রান- ২৬
ফর্ম- ২৬, ৪+১, ৫৭+০, ৮১

গ্লেন ম্যাক্সওয়েল-, ম্যাচ- ১২ রান- ২৮৮ উইকেট- ৫
ভেন্যু- ম্যাচ- ১১ রান- ২৭৩ উইকেট- ৪
ফর্ম- ২৪, ৫৯, ৫, ১২+০, ৮+০, ৫৪*, ১৩+২

শাহবাজ আহমেদ- ম্যাচ- ২ রান- ৪২ উইকেট- ১
ভেন্যু- ম্যাচ- ৩ রান- ২০ উইকেট- ০
ফর্ম- ২০+০, ০, ০+১, ০+০, ৫৯+৪

দীনেশ কার্তিক- ম্যাচ- ৩১ রান- ৭২১ গড়- ৩১
ভেন্যু- ম্যাচ- ২৫ গড়- ১৪ রান- ২৭৯
ফর্ম-০, ১*, ৯, ০, ৯, ৭, ৬, ১, ২০, ১০

ওয়ানিন্দু হাসারাঙ্গা – ম্যাচ- ৩ উইকেট- ৩
ভেন্যু- ম্যাচ- ১ উইকেট- ১
ফর্ম-১, ০, ৯+০, ২১*+২, ২+০

ওয়েন পার্নেল-ম্যাচ- ১ রান- উইকেট- ১
ভেন্যু- ম্যাচ- ৫ উইকেট- ৬
ফর্ম-১, ৩, ০, ২, ০, ১

করন শর্মা- ম্যাচ- ৭ রান- ৭৫ উইকেট- ৩
ভেন্যু- ম্যাচ- ৬ উইকেট- ১১
ফর্ম-১, ২, ২, ৩১*+১, ৩, ৪০+৫

হর্ষল প্যাটেল- ম্যাচ- ৭ উইকেট- ১৩
ভেন্যু- ম্যাচ- ২০ উইকেট- ১৫
ফর্ম-১, ২, ১, ১, ২, ১, ১, ২, ১

মহম্মদ সিরাজ- ম্যাচ- ৮ উইকেট- ১
ভেন্যু- ম্যাচ- ১২ উইকেট- ১৪
ফর্ম-২, ৩, ১, ১, ২, ০, ৩, ১, ৪

চেন্নাই সুপার কিংস (Chennai Super kings)

ঋতুরাজ গায়কোয়াড- ম্যাচ- ৫ রান- ১৮১ গড়- ৪৫
ভেন্যু-ম্যাচ- ১ রান- ১০
ফর্ম- ৮, ৪০*, ৫৭, ৯২, ১০৮, ১৬৮, ২২০, ৪০

ডেভন কনওয়ে- ম্যাচ- ১ রান- ৫৬
ভেন্যু- ম্যাচ- ১ রান- ৪৭
ফর্ম- ৫০, ১০, ০, ৪৭, ১, ১, ১১, ৫২

মঈন আলি- ম্যাচ- ৫ রান‌- ৬০ উইকেট- ২
ভেন্যু- ম্যাচ- ৭ রান- ১৪২ উইকেট- ৩
ফর্ম- ৭+১, ১৯+৪, ২৩, ৯+০, ১৫+১, ৮+১

অজিঙ্কা রাহানে – মাচ- ২২ রান- ৬৪৮ গড়- ৩৬
ভেন্যু- ম্যাচ- ৯ রান- ৩২৩ উইকেট- ৫৪
ফর্ম- ৩১, ৬১, ২৬, ৮৮

অম্বতি‌ রাইডু- ম্যাচ- ২৭ রান- ৭৩৯ গড়- ৩১
ভেন্যু- ম্যাচ- ১২ গড়- ৪২ রান- ৪২২
ফর্ম- ১, ২০, ২৭, ১২, ৯, ১৭, ৩৩, ০, ৪৯, ২০

শিভম দুবে- ম্যাচ- ২ রান- ১৪১
ভেন্যু-ম্যাচ- ১ রান- ৯
ফর্ম- ৮, ২৮, ২৭, ১৯, ৭+১, ১৩+২, ২৫+১, ২৮+০

এম এস ধোনী- ম্যাচ- ৩৩ রান- ৮৪৯ গড়- ৩৯
ভেন্যু- ম্যাচ- ১৭ রান- ৬৩১ গড়- ৬৩
ফর্ম- ৩২, ১২, ১৪, ২৬, ৭, ৩৬, ২১*, ২, ৮, ১২

রবীন্দ্র জাদেজা- ম্যাচ- ১৯ রান- ২৮১ উইকেট- ১৮
ভেন্যু- ম্যাচ- ১৮ উইকেট- ১২ রান- ১৯৬
ফর্ম-২৫+২, ০+৩, ৩+০, ১+১, ১৮+০, ১৬, ৪৫*+২

দীপক চাহার- ম্যাচ- ৮ উইকেট- ৬
ভেন্যু-ম্যাচ- ৩ উইকেট- ২
ফর্ম- ০, ০, ০, ১১+০, ১, ১২+০

মিচেল স্যান্টনার-ম্যাচ- ১ উইকেট- ১
ভেন্যু- ম্যাচ- ১ উইকেট- ১
ফর্ম-২, ১+১, ৯+০, ২২+৩, ১৮+০, ৭+২, ১+০

তুষার দেশপান্ডে- ম্যাচ- উইকেট-
ভেন্যু- ম্যাচ- উইকেট-
ফর্ম- ২, ২, ২, ১, ০, ১, ২, ১

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) বনাম চেন্নাই সুপার কিংস (Chennai Super kings) ড্রিম ১১ টিম (RCB vs CSK Dream 11 Team)

উইকেট কিপার- দীনেশ কার্তিক

ব্যাটসম্যান- বিরাট কোহলি, ফাপ ডুপ্লেসিস (c), ঋতুরাজ গায়কোয়াড

অলরাউন্ডার- গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা (vc), মঈন আলী, মিচেল স্যান্টনার

বোলার- মোহাম্মদ সিরাজ, হর্ষল প্যাটেল, দীপক চাহার