প্যারিস প্যারা অলিম্পিকে ভারতীয় দল একের পর এক রেকর্ড ভেঙে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। এখনও পর্যন্ত এই অলিম্পিকে ব্লু ব্রিগেডরা প্রথমবারের মতো মোট ২০ টি পদক জয় করেছে। এর আগে টোকিও প্যারা অলিম্পিকে ভারতের হয়ে মোট ১৯ টি পদক এসেছিল। এবার চলমান প্যারা অলিম্পিকের ষষ্ঠতম দিনের শেষে দেশের হয়ে হাই জাম্প এবং জ্যাভলিন থ্রোতে ক্রীড়াবিদরা মোট ৪ টি পদক এনে দিলেন। একটুর জন্য ভারতের হাতছাড়া হল স্বর্নপদক।
গতকাল অর্থাৎ ৩ সেপ্টেম্বর, মঙ্গলবার প্যারিস প্যারা অলিম্পিকের হাই জাম্প টি ৬৩ বিভাগে ভারতের হয়ে শরদ কুমার, মারিয়াপ্পান থাঙ্গাভেলু এবং শৈলেশ কুমার মাঠে নামেন। মারিয়াপ্পান থাঙ্গাভেলু এর আগে ২০১৬ সালের রিও প্যারা অলিম্পিকে হাই জাম্প টি ৪২ বিভাগে সোনা জয় করেছিলেন। এছাড়াও তিনি শেষ টোকিও প্যারা অলিম্পিকে হাই জাম্প টি ৬৩ বিভাগে রৌপ পদক জয় করেন। ফলে চলমান প্যারা অলিম্পিকেও তিনি ভারতের হয়ে পদক এনে দেবেন বলে বিশেষজ্ঞরা মনে করছিলেন।অন্যদিকে শরদ কুমার টোকিও প্যারা অলিম্পিকে হাই জাম্প টি ৬৩ বিভাগে ব্রোঞ্জ পদক জয় করেছিলেন।
এবার প্যারিস প্যারা অলিম্পিকে শরদ কুমার ১.৮৮ মিটার লাফ দিয়ে মারিয়াপ্পান থাঙ্গাভেলুকে টপকে রৌপ পদক ছিনিয়ে নিলেন। তবে মারিয়াপ্পান ১.৮৫ মিটার লাফ দিয়ে তৃতীয় স্থানে শেষ করে ভারতকে ব্রোঞ্জ পদক এনে দেন। উল্লেখ্য এই বিভাগে মার্কিন যুক্তরাষ্ট্রের এজরা ফ্রেচ ১.৯৪ মিটার লাফ দিয়ে স্বর্ণ পদক ছিনিয়ে নেন। এর সঙ্গেই ভারতের শৈলেশ কুমার এই তালিকায় চতুর্থ স্থানে শেষ করেন। অন্যদিকে প্যারিস প্যারা অলিম্পিকের ষষ্ঠ দিনে ভারতের হয়ে অজিত সিং এবং সুন্দর গুর্জার জ্যাভলিন থ্রোতে পদক এনে দেন। জ্যাভলিন এফ ৪৬ বিভাগের ফাইনালে ভারতের অজিত সিং এবং সুন্দর গুর্জার সঙ্গে রিঙ্কু মাঠে নেমেছিলেন।
বিশেষজ্ঞরা অতীতের পারফমেন্সের ওপর ভিত্তি করে অজিতের থেকে সুন্দরকেই এগিয়ে রেখেছিলেন। কিন্তু অজিত সিং ৬৫.৬২ মিটার সেরা থ্রো করে সুন্দর গুর্জার ৬৫.৬২ মিটার থ্রোকে পিছনে ফেলে দেন। এর ফলে অজিতের হাত ধরে ভারতের হয়ে রৌপ পদক এবং সুন্দরের হাত ধরে ব্রোঞ্জ পদক আসে। তারা দুজনেই কিউবার গুইলারমো ভারোনা গঞ্জালেজের কাছে পরাজিত হয়েছেন। তিনি এই বিভাগে ৬৬.১৪ মিটার জ্যাভলিন থ্রো করেন। জ্যাভলিন এফ ৪৬ বিভাগের ভারতের তৃতীয় অংশগ্রহণকারী রিংকুও নিজের সেরা পারফর্মেন্স দিয়ে ৬১.৫৮ মিটার থ্রো করে পঞ্চম স্থান অর্জন করে প্রসংশা পেয়েছেন।