ঐতিহাসিক জয়! এশিয়ান গেমস স্কোয়াশে পাকিস্তানকে হারিয়ে সোনা জিতল ভারত

এশিয়ান গেমসে (Asian Games 2023) ভারতীয় খেলোয়াড়রা একের পর এক সোনা জয় করে দেশকে গর্বিত করছেন। ইতিমধ্যেই বন্দুক চালনা, অশ্ব চালনা সহ টেনিসেও ভারত শীর্ষ স্থান দখল করে সোনার পদক নিশ্চিত করেছে। এবার চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে স্কোয়াশ বিভাগেও ভারতীয় তরুনদের জয়জয়কার দেখা গেলো।

উত্তেজনাপূর্ণ টুর্নামেন্টে ভারত প্রথমেই হেরে অনেকটাই পিছনে পড়ে গিয়েছিলো। প্রথম ম্যাচে ভারতের মহেশ মানগাঁওকর (Mahesh Mangaonkar) পাকিস্তানের ইকবাল নাসিরের (Iqbal Nasir) কাছে ০-৩ সেটে হেরে যান। এই ম্যাচে ২৯ মিনিটের লড়াইয়ে মানগাঁওকর ৮-১১, ৩-১১ এবং ২-১১ ব্যবধানে হেরে ভারতকে হতাশ করেছিলেন। ম্যাচ চলাকালীন নাসির এবং মানগাঁওকর একে অপরের সঙ্গে একাধিক বিবাদে জড়িয়ে পরেন।

অন্যদিকে ০-১ অবস্থায় পিছিয়ে থাকলেও ব্লু ব্রিগেডকে সৌরভ ঘোষাল দুরন্ত লড়াই করে ফিরে আনেন। তিনি ৩-০ সেটে পাকিস্তানের আসিম মোহাম্মদ খানকে (Asim Mohammad Khan) কর্যত উড়িয়ে দেন। ভারতের অন্যতম সেরা স্কোয়াশ খেলোয়াড় ৩০ মিনিটে ১১-৫, ১১-১ এবং ১১-৩ ব্যবধানে জয় ছিনিয়ে আনেন। এরপর শেষ এবং তৃতীয় ম্যাচে ভারতের অভয় সিংহ (Abhay Singh) পাকিস্তানের নুর জামানকে (Noor Zaman) হারিয়ে সোনা নিশ্চিত করেছেন।

১-১ অবস্থায় থেকে এই দুই খেলোয়াড়দের মধ্যে তৃতীয় ম্যাচ শুরু হয়। প্রথমে এগিয়ে গেলেও অভয় সিংহ এক সময় ১-২ ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন। তবে চতুর্থ সেটে সমতা ফিরিয়ে শেষ পর্যন্ত তিনি ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে ভারতের দশম সোনা নিশ্চিত করেন। এই ম্যচে অভয় এবং জামানের মধ্যে ১ ঘন্টা ৫ মিনিট লড়াই চলে। অন্যদিকে আজ টেনিসে ভারত রোহন বোপান্না (Rohan Bopanna) এবং রুতুজা ভোসলের (Rutuja Bhosale)-এর হাত ধরে সোনা ঘরে তুলেছে।