Asian Games 2023: ষষ্ঠম দিনের শুরুতে জোড়া সোনার মুখ দেখল ভারত, দেখুন আজ কোন কোন গেমস থেকে সোনা জয় করেছে ভারত

স্বর্ণপদক দিয়ে এশিয়ান গেমসের ষষ্ঠদিনের শুরুটা করেন পুরুষদের ৫০ মিটার এয়ার রাইফেল ৩ পজিশন দলের পুরুষরা। তারপরেই আর এক স্বর্ণপদক আসে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল থেকে।

এশিয়ান গেমসের (Asian Games 2023) ষষ্ঠদিনে এলো ভারতের জন্য একটি ছাড়া দুই দুইটি সুখবর। একদিকে মহিলাদের ব্যাক্তিভত ১০ মিটারের এয়ার পিস্তল শুটিং (Women’s 10m Air Pistol Shooting) গেমে স্বর্ণপদক জয় করেছে ভারত। পাশাপাশি পুরুষদের দলগত ৫০ মিটার এয়ার রাইফেল ৩ পজিশন ইভেন্টে (Men’s 50m Air Rifle 3P Team Event) স্বর্ণপদক এসেছে। স্বর্ণপদক দিয়ে দিনের শুরুটা করেন পুরুষদের ৫০ মিটার এয়ার রাইফেল ৩ পজিশন দলের পুরুষরা।

পঞ্চমদিনে ভারতের সোনা জয়ের সংখ্যা ছিল ৬ টি। আজ দিনের শুরুতেই দুটি সোনা ভারতের খাতায়, দুটিই শুটিংয়ে। প্রথমে ভারতীয় পুরুষদের ৫০ মিটার এয়ার রাইফেল ৩ পজিশন টিম ইভেন্টে সোনা জয় দিনে শুরুটা করেন ঐশ্বরী প্রতাপ সিং তোমর (Aishwary Pratap Singh Tomar), স্বপ্নীল কুসালে (Swapnil Kushale) এবং অখিল শেওরান (Akhil Sheoran)।

ঠিক তার পরেই, স্বর্ণপদক জয় করে ভারতকে চীনের মাটিতে গর্ববোধ করিয়েছেন মাত্র ১৭ বছর বয়সী তরুণী পালক গুলিয়া (Palak Gulia)। মহিলাদের ব্যাক্তিগত ১০ মিটার এয়ার পিস্তল শুটিংয়ে ভারতের হয়ে প্রথমস্থান ধরে রেখেছিলেন তিনি। তার হাত ধরেই এশিয়ান গেমসের অষ্টম স্বর্ণপদক জিতেছে ভারত। এছাড়া ওই গেমেই রুপো জয় করেছেন ভারতের ইশা সিং (Esha Singh)। ষষ্ঠদিনে শুটিংয়ে আরও এক স্বর্ণ পদক জয়ের সম্ভাবনা রয়েছে ভারতের।

এবছর এশিয়ান গেমসে শুটিং থেকে এসেছে মোট ৬ টি সোনা। যা ২০০৬ সালের পর থেকে ভারতের জন্য সবচেয়ে বেশি। পাশাপাশি শুটিং থেকে এখনো পর্যন্ত ৬ টি রুপো এবং ৫ টি ব্রোঞ্জ জয় করেছে ভারত। এশিয়ান গেমসে স্বপ্নের বছর হতে চলেছে ভারতের জন্য। সবদিক মিলিয়ে এখনো পর্যন্ত মোট ৮ টি সোনা, ১১ টি রুপো এবং ১২ টি ব্রোঞ্জ জয় করে এশিয়ান গেমসের পদকের তালিকায় চতুর্থস্থানে রয়েছে ভারত।