india-paralympics-podiums-sachin-tendulkar-praise-september-2024
খেলা

প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের একদিনে পাঁচটি পদক জয়ের প্রশংসা শচীন তেন্ডুলকরের

Published on:

ভারতের প্রাক্তন মহান ক্রিকেটার সাচিন তেন্ডুলকর প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪-এ ৩ সেপ্টেম্বর মঙ্গলবার একদিনে পাঁচটি পদক জয়ী ভারতীয় খেলোয়াড়দের প্রশংসা করেছেন। একদিনে পাঁচটি পদক জিতে ভারতের মোট পদকের সংখ্যা ২০ এ পৌঁছেছে, যা একটি প্যারালিম্পিকে ভারতের জন্য সর্বাধিক। এই সাফল্য দেখে সাচিন তেন্ডুলকর উচ্ছ্বসিত হয়েছেন এবং ভারতীয় প্যারা অ্যাথলিটদের অভিনন্দন জানিয়েছেন।

সাচিন তেন্ডুলকর এক্স-এ পোস্ট করে লিখেছেন, “জয়ী মঙ্গলবার! ভারত সোমবারের গতিকে মঙ্গলবার পর্যন্ত বজায় রেখেছে এবং টোকিওতে ১৯ পদকের আগের রেকর্ড ভেঙে প্যারিস প্যারালিম্পিকে ২০ পদক জিতেছে। আমাদের পাঁচটি পদক জয়ী খেলোয়াড়দের অভিনন্দন। আপনি সত্যিই ইতিহাস তৈরি করেছেন। দুর্দান্ত, দীপ্তি জীবনজি, শারদ কুমার, মারিয়াপ্পান থাঙ্গাভেলু, অজিত সিং এবং সুন্দর সিং গুজ্জর।”

WhatsApp Community Join Now

এই পাঁচ খেলোয়াড়ের মধ্যে দুইজন সিলভার এবং তিনজন ব্রোঞ্জ পদক জিতেছেন। ভারতের এখনো গোল্ড পদক সংখ্যা তিনটি। দীপ্তি জীবনজি টি২০ দৌড়ে ব্রোঞ্জ পদক জয় করেছেন, আর অজিত সিং সিলভার পদক পেয়েছেন। সুন্দর সিং গুজ্জরও ব্রোঞ্জ পদক জয় করেছেন। শারদ কুমার সিলভার পদক পেয়েছেন এবং মারিয়াপ্পান থাঙ্গাভেলু ব্রোঞ্জ পদক জিতেছেন।

২ সেপ্টেম্বর ভারতীয় খেলোয়াড়রা একদিনে মোট আটটি পদক জিতেছিলেন। এখন পর্যন্ত ভারতের এথলেটিকসে ১০টি পদক এসেছে, ব্যাডমিন্টনে ৫টি পদক, শুটিংয়ে ৪টি পদক এবং আর্চারিতে ১টি পদক এসেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন