আগামী বছর ২০২৫ আইপিএলের আগে মেগা নিলাম অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে এখন তরুণ ক্রিকেটাররা বড়ো দলের জায়গা করে নেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করে নিচ্ছে। বর্তমানে চলমান দিল্লি প্রিমিয়ার লিগেও একাধিক তরুণ ক্রিকেটারদের বিধ্বংসী পারফরম্যান্স করতে দেখা যাচ্ছে। এবার এই টুর্নামেন্টে আজ আয়ুশ বাদোনি ব্যাট হাতে রীতিমতো জ্বলে উঠলেন।
২০২২ সাল থেকে আয়ুশ বাদোনি আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে আলোচনায় উঠে আসেন। এই বছরও তিনি আইপিএলে ১৪ ম্যাচে মোট ২৩৫ রান সংগ্রহ করেছেন। এবার দিল্লি প্রিমিয়ার লিগে ব্যাট হাতে এই তরুণ প্রতিভাবান ব্যাটসম্যান অবিশ্বাস্য ইনিংস খেলে রীতিমতো চমক দিলেন। এই বছর ১৭ আগস্ট থেকে দিল্লি এবং ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত এই দিল্লি প্রিমিয়ার লিগের উদ্বোধনী মরসুম শুরু হয়েছে।
আজ টুর্নামেন্টে দক্ষিণ দিল্লি সুপারস্টারজ উত্তর দিল্লি স্ট্রাইকার্সের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। এর ফলে প্রিয়াংশ আর্য প্রথম ইনিংসে ওপেনিং করতে নেমে দুরন্ত ব্যাটিং শুরু করেন। তার সঙ্গে ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে আয়ুশ বাদোনি বিধ্বংসী হয়ে ওঠেন। তিনি মাত্র ৫৫ বলে ১৯ টি ছয় এবং ৮ টি চারের মাধ্যমে মোট ১৬৫ রান সংগ্রহ করেন। আয়ুশ বাদোনির অবিশ্বাস্য স্ট্রাইক রেট ছিল ৩০০.০।
উল্লেখ্য এই রানের ওপর ভর করে দক্ষিণ দিল্লি সুপারস্টারজ ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩০৬ রান সংগ্রহ করে নেয়। অন্যদিকে ২৪ বছর বয়সী এই তরুণ প্রতিভাবান ব্যাটসম্যানের পারফরম্যান্স বর্তমানে ক্রিকেট মহলে প্রসংশিত হচ্ছে। তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর, বিরাট কোহলি, ঋষভ পান্থের মতো দিল্লি থেকে উঠে এসে আয়ুশ বাদোনিও জাতীয় দলে নিজের জায়গা করে নেবেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।