প্যারিসে ইতিমধ্যেই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্যারা অলিম্পিক শুরু হয়ে গেছে। এই টুর্নামেন্ট ঘিরে ভারতীয় ক্রীড়াবিদদের একাধিক বিভাগে মেডেল জয়ের প্রত্যাশাও তৈরি হয়েছে। গত টোকিও প্যারা অলিম্পিকে ব্লু ব্রিগেডরা দুরন্ত পারফরম্যান্স করে দৃষ্টান্ত তৈরি করেছিল। আজ প্যারিস প্যারা অলিম্পিকের দ্বিতীয় দিনেই ব্লু ব্রিগেডরা শুটিং বিভাগে দেশকে সোনা এনে দিয়ে সন্মানিত করল। এর সঙ্গেই ভারতের হয়ে ইতিহাস তৈরি করলেন অবনী লেখারা।
সম্প্রতি শেষ হওয়া প্যারিস অলিম্পিকে ভারতীয় শুটিং বিভাগ দুরন্ত পারফরম্যান্স করে দেশকে ৩ টি ব্রোঞ্জ পদক এনে দেয়। এই বিভাগে মানু ভাকের লড়াই এখনও ক্রীড়া প্রেমীদের মনে জায়গা করে আছে। এবার এর মধ্যেই প্যারিস প্যারা অলিম্পিকের দ্বিতীয় দিনেই ভারতের ঝুলিতে আজ জোড়া পদক এল। টোকিও প্যারা অলিম্পিকে এসএইচ১ বিভাগের ১০ মিটার এয়ার রাইফেলে অবনী লেখারা সোনা জিতেছিলেন। তারপর তিনি এই অলিম্পিকেই ৫০ মিটার থ্রি পজিশন রাইফেলে ব্রোঞ্জ জেতেন।
ফলে এই বছর প্যারিস প্যারা অলিম্পিকে অবনী লেখারাকে নিয়ে স্বাভাবিকভাবেই প্রত্যাশা তৈরি হয়েছিল। আজ এই টুর্নামেন্টের বাছাইপর্বে দ্বিতীয় এবং পঞ্চম স্থান অধিকার করার পরে ভারতের অবনী লেখারা এবং মোনা আগরওয়াল এসএইচ১ মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে যোগ্যতা অর্জন করে। এর পরেই এই বিভাগের ফাইনালে সোনা জয় করে ইতিহাস তৈরি করলেন অবনী লেখারা। তিনি এসএইচ১ মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের নতুন প্যারা অলিম্পিকের রেকর্ড ২৪৯.৭ স্কোরে শেষ করেন।
উল্লেখ্য অবনী লেখারা প্রথম ভারতীয় মহিলা যিনি প্যারা অলিম্পিকে ২টি স্বর্ণপদক জিতেছেন। অন্যদিকে মোনা আগরওয়ালও এই বিভাগে দুরন্ত পারফরম্যান্স করে ব্রোঞ্জ পদক জয় করে নিয়েছেন। তার মোট স্কোর ছিল ২২৮.৭। এই দুই ভারতীয় মহিলা শুটারের সঙ্গে এসএইচ১ মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ফাইনালে রৌপ্য পদক জয় করেছেন কোরিয়ার শলি ইউনরি। তার মোট স্কোর ছিল ২৪৬.৮।