Asian Games: ভারতকে আবার গোল্ড মেডেল তীরন্দাজদের, আজ দেশকে আরো এক সোনা এনে দিলেন দীনেশ কার্তিকের স্ত্রীও

এশিয়ান গেমস (Asian Games 2023) পৃথিবীর মধ্যে অন্যতম একটি ঐতিহ্যবাহী টুর্নামেন্ট। এই বছর ভারতীয় খেলোয়াড়রা ইতিমধ্যেই একাধিক বিভাগে দুরন্ত পারফরম্যান্স করে সকলকে চমকে দিয়েছে। এর সঙ্গেই ব্লু ব্রিগেডরা অনান্য বছরের থেকে এই বছর এশিয়ান গেমসে সবচেয়ে বেশি মেডেল ঘরে তুলেছে। আজও একাধিক বিভাগে সোনা জয় করে ভারতীয় খেলোয়াড়রা দৃষ্টান্ত তৈরি করলো।

বৃহস্পতিবার এশিয়ান গেমসের শুরুতেই জ্যোতি সুরেখা ভেন্নাম (Jyothi Surekha Vennam), অদিতি গোপীচাঁদ স্বামী (Aditi Gopichand Swami) এবং পারনীত কৌরের (Parneet Kaur) ভারতীয় মহিলা কম্পাউন্ড তীরন্দাজ দল সোনা জিতে দেশকে গর্বিত করে। ফাইনালে ভারতীয় দল দুর্দান্ত লড়াইয়ে চাইনিজ তাইপেইকে ২৩০-২২৯ পয়েন্টে হারিয়েছে। অন্যদিকে এর আগে দক্ষিণ কোরিয়া ইন্দোনেশিয়াকে হারিয়ে এই বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছিল।

এরপর দীপিকা পাল্লিকাল (Dipika Pallikal) এবং হরিন্দর পাল সিং সান্ধুর (Harinder Pal Singh Sandhu) ভারতীয় স্কোয়াশ জুটি বৃহস্পতিবার এশিয়ান গেমসে দিনের দ্বিতীয় সোনা নিশ্চিত করে। ভারতীয় জুটি মালয়েশিয়ার আজমান বিন্তি (Azman Binti) এবং সিয়াফিক বিন মোহাম্মদের (Siyafiq Bin Mohammed) বিরুদ্ধে ১১-১০,১১-১০ পয়েন্টে রোমাঞ্চকর জয়ে পৌঁছে যায়। এর সঙ্গেই ভারত এই বছর এশিয়ান গেমসে ২০ তম সোনা ঘরে তোলে।

আজ এই বছর এশিয়ান গেমসে পুরুষদের দলগত তীরন্দাজ বিভাগ থেকে ভারতের ২১ তম সোনা আসে। ওজস দেওতালে (Ojas Deotale), অভিষেক ভার্মা (Abhishek Verma) এবং প্রথমমেশ জাওকারের (Prathamesh Jawkar) পুরুষ দল টুর্নামেন্টে দিনের তৃতীয় সোনা নিশ্চিত করে। তারা টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে কোরিয়ার জাহুন জু (Jaehoon Joo), জায়েওন ইয়াং (Jaewon Yang) এবং জংহো কিমকে (Jongho Kim) ২৩৫-২৩০ পয়েন্টে হারিয়ে দেয়। ভারতীয় দল লক্ষ্যে নিক্ষেপ করা ২৪ টি তীরের মধ্যে ২০ টি থেকেই তারা দশ পয়েন্ট অর্জন সোনা ছিনিয়ে আনে।