নীরজ নয়, জ্যাভলিনে ভারতকে সোনা‌ অগ্নিকন্যা অনু রানীর, পারুলও দিল দিনের দ্বিতীয় সোনা

এক ঘন্টার মধ্যে জোড়া সোনা জয়ের সংবাদ পেল ভারত। এশিয়ান গেমসের ২০২৩-এর (Asian Games 2023) দশম দিনে দুটি স্বর্ণপদক নিজের নাম করেছে ভারত। দিনের প্রথম সোনাটি আসে মহিলাদের ৫০০০ মিটারের দৌড়ে। ওই দৌড়ে প্রথমে থেকে ভারতকে সোনা এনে দেন পারুল চৌধুরী (Parul Chaudhary)। তার ঠিক ৬১ মিনিট পরেই মহিলাদের জ্যাভলিনে ৬২.৯২ মিটার থ্রো করে ভারতকে দ্বিতীয় সোনা এনে দেন অন্নু রানি (Annu Rani)।

ভারত জ্যাভলিনে আরও একবার সোনা জয় করলো , তবে এবার এশিয়ান গেমসের মঞ্চে। এর আগে অলিম্পিকে জ্যাভলিন থ্রোতে ভারতকে সোনা জিতিয়েছিলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। আজ এশিয়া গেমসে মহিলাদের জ্যাভলিন থ্রোর ফাইনালে প্রথম থ্রোতে ৫৬.৯৯ মিটার ছোড়েন অন্নু রানি। দ্বিতীয় থ্রোয়েই ৬১.২৮ মিটার ছুড়ে প্রথম স্থান দখল করেন তিনি।

অন্নুর প্রতিপক্ষ হিসাবে লড়ছিল শ্রীলঙ্কার নাদিশা দিলশান ও চীনের লিউ হুইহুইয়ের। ৬১.৫৭ মিটার ছুড়ে এক সময় অন্নুকে টপকে গিয়েছিলেন শ্রীলঙ্কার নাদিশা। লিউ ৬১.২৯ মিটার ছুড়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন। তখনও নিজের তিনটি থ্র অবশিষ্ট ছিল অন্নুর। নিজের চতুর্থ থ্রোতে ৬২.৯২ মিটার ছোড়েন অন্নু। আর এই দূরত্বের সাথেই এশিয়ান গেমসে সোনা জয় করেন তিনি।

মঙ্গলবার এশিয়ান গেমসের দশম দিনে এখনো পর্যন্ত ভারতের সোনা জয়ের সংখ্যা ১৫টি, এদিকে ২৬টি রুপো এব ২৮টি ব্রোঞ্জ জিতেছে ভারত। সব মিলিয়ে মোট ৬৯টি পদক এখনো পর্যন্ত ভারতের নামে। ৬৯ টি পদকের হাত ধরেই পদক তালিকায় চার নম্বরে রয়েছে তারা। এশিয়ান গেমসের পদক তালিকায় প্রথম স্থানে রয়েছে চীন, দ্বিতীয় স্থানে রয়েছে জাপান এবং তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা।