অস্ট্রেলিয়ার পর উজবেকিস্থানের বিরুদ্ধেও হার ভারতের, AFC Asian Cup থেকে প্রায় ছিটকে গেল সুনীল ছেত্রীরা

আজ এএফসি এশিয়ান কাপে (AFC Asian Cup 2024) মুখোমুখি হয়েছিল ‘বি’ গ্রুপের দুটি দল ভারত বনাম উজবেকিস্তান ম্যাচ (India vs Uzbekistan)। এটি ভারতের দ্বিতীয় ম্যাচ এই টুর্নামেন্টে। দু-দলই আজ খেলতে নেমেছিল এই টুর্নামেন্টের প্রথম জয়ের খোঁজে। কিন্তু শেষমেষ এই খেলায় ভারতকে ৩-০ গোলে হারিয়ে জয়লাভ করেছে উজবেকিস্তান। আজ হারের পর এএফসি এশিয়ান কাপের আশা আরও ক্ষীণ হল ভারতীয় ফুটবল দলের জন্য।

আজ আল রায়ানের আহমেদ বিন আলি স্টেডিয়ামে ভারতীয় সময় সন্ধ্যা ৮ টায় শুরু হয় আজকের ম্যাচটি। রেফারির বাঁশি বাজতেই চালু হয়ে যায় দুই দলের খেলা। কিন্তু প্রথম থেকেই অধিকাংশ সময়ে পায়ে বল দেখা যাচ্ছিলো উজবেকিস্তানের। এরপর মাত্র চার মিনিটেই একটি গোল হজম করে ভারত। প্রথম গোলটি আসে ফায়যুল্লায়েবের পা থেকে। ১ গোলে পিছিয়ে যায় ভারত।

এবার গোল খুঁজতে মরিয়া হয়ে পড়ে ভারতীয় দল। ৮ মিনিটে ফ্রি-কিকের সুযোগ পায় ভারত। সুনীল ছেত্রী (Sunil Chhetri) সেই সুযোগ মিস করেন। ৯ মিনিটেই দুর্দান্ত সেভ দেন ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু (Gurpreet Singh Sandhu)। বেশ কিছুক্ষণ সময় ডিফেন্ড করে কাটিয়ে দিলেও, ১৭ মিনিটে ফের গোল হজম করে ভারত। এবার গোলটি করেন সারগিভ। এই ২-০ স্কোরলাইনেই এগিয়ে চলছিলো প্রথমার্ধ পর্যন্ত। কিন্তু ৪৫ মিনিটের পর বাড়তি সময়ে আবার একটি গোল দেয় উজবেকিস্তান। নাসরুল্লায়েভ গোলটি দেন। প্রথমার্ধ শেষে ৩-০ গোলে পিছিয়ে ছিল ভারত।

তবে প্রথমার্ধে ৩ টি গোল দিলেও, দ্বিতীয়ার্ধে আর একটিও গোল দিতে পারেনি উজবেকিস্তান। প্রথমার্ধে ৩-০ গোলে পিছিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে সেই ভুল শুধরে মাঠে নামেন ভারতীয় ফুটবলার। গোল দিতে না পারলেও, শক্তিশালী ডিফেন্ডের গোলে দ্বিতীয় হাফে প্রতিপক্ষ উজবেকিস্তানকে একটিও গোল দিতে পারেনি তারা। যদিও ম্যাচটি ৩-০ গোলে উজবেকিস্তান জয়লাভ করে।