Odisha FC qualified for AFC women's champions Trophy for the first time indian club
ফুটবল

Odisha FC: ইতিহাস গড়লো ওড়িশা মহিলা দল, প্রথম ভারতীয় দল হিসেবে যোগ্যতা পেল চ্যাম্পিয়নস ট্রফি খেলার

Published on:

ভারতের মহিলা ক্রিকেট বর্তমানে বিশ্ব জুড়ে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। এর সঙ্গেই ভারতীয় মহিলা ফুটবলেকেও উৎসাহ দেওয়ার জন্য কর্মকর্তাদের বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতে দেখা যাচ্ছে। আইএসএলের হাত ধরে ভারতীয় ফুটবলে একাধিক ক্লাব সাম্প্রতিক সময় নিজেদের অনেকটাই উন্নত করেছে। অনেক ক্ষেত্রে তাদের মহিলা বিভাগও এখন দুরন্ত পারফরমেন্স করে নিজেদের জায়গা করে নিচ্ছে। এবার প্রথম ভারতীয় মহিলা ক্লাব হিসাবে ওড়িশা এফসি ইতিহাস তৈরি করল।

এই বছর এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের উদ্বোধনী মরসুম অনুষ্ঠিত হচ্ছে। প্রাথমিক গ্ৰুপ পর্বের জন্য বাছাইপর্বে ভারতীয় দল ওড়িশা এফসি গ্ৰুপ ‘বি’-তে জর্ডানের ইতিহাদ ক্লাব এবং সিঙ্গাপুরের ক্লাব লায়ন সিটি সেলার্স এফসির সঙ্গে অবস্থান করছিল। এই টুর্নামেন্টে ২৫ আগস্ট মহিলা ওড়িশা এফসি ইতিহাদ ক্লাবের বিপক্ষে মাঠে নামে। ম্যাচে ওড়িশা ৪-১ গোলে বিশাল জয় তুলে নেয়। এরপর তারা গতকাল ইতিহাদ ক্লাবের বিপক্ষে মাঠে নামে‌।

WhatsApp Community Join Now

শক্তিশালী ক্লাবের বিপক্ষে তাদেরই মাঠে এবার জয় তুলে নিয়ে মহিলা ওড়িশা এফসি দল ইতিহাস তৈরি করলো। জর্ডানের প্রিন্স মহম্মদ স্টেডিয়ামে ম্যাচের ২৭ মিনিটেই দলের হয়ে জেনিফার কনকাম প্রথম গোলটি করেন। এরপর দ্বিতীয়ার্ধে ইতিহাদ প্রতি আক্রমণে ঝাঁঝ বাড়ায়। ম্যাচের ৫৭ মিনিটে মায়সা জাবারাহের গোলে জর্ডনের ক্লাবটি সমতা ফেরায়। তবে ৭১ মিনিটে ওড়িশা এফসির হয়ে আরও একটি দুরন্ত গোল করে জেনিফার ম্যাচের স্কোরবোর্ড ২-১ করে দেন।

এই গোলের হাত ধরেই প্রথম এবং একমাত্র ভারতীয় মহিলা ক্লাব হিসেবে ওড়িশা এফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের গ্ৰুপ পর্বে প্রবেশ করলো। এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের গ্ৰুপ পর্বে তারা গ্ৰুপ ‘সি’-তে অবস্থান করছে। এই গ্ৰুপে ওড়িশা এফসির সঙ্গে রয়েছে জাপানের উরাওয়া রেড ডায়মন্ড লেডিস, ভিয়েতনামের হো চি মিন সিটি এফসি এবং তাইওয়ানের তাইচুং ব্লু হোয়েল। ২০২৪-২৫ এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের গ্ৰুপ পর্বের প্রথম ম্যাচে আসন্ন ৬ অক্টোবর ওড়িশা এফসি উরাওয়া রেড ডায়মন্ডের মুখোমুখি হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন