মোহনবাগান ডুরান্ড কাপের ফাইনালে নর্থইস্ট ইউনাইটেডের কাছে টাইব্রেকারে হেরে গেল। নির্ধারিত সময়ে খেলা ২-২ গোলে শেষ হয়। টাইব্রেকারে নর্থইস্ট ইউনাইটেড ৪-৩ গোলে জয়লাভ করে। এর ফলে নর্থইস্ট ইউনাইটেড প্রথমবারের মতো ডুরান্ড কাপ জিতল।
মোহনবাগান শুরুতে ২-০ গোলে এগিয়ে ছিল। কামিংস পেনাল্টি থেকে প্রথম গোল করেন এবং সাহাল দ্বিতীয় গোলটি করেন। কিন্তু দ্বিতীয়ার্ধে মোহনবাগানের খেলা দুর্বল হয়ে পড়ে এবং নর্থইস্ট ইউনাইটেডের আজারাই এবং গিলেরমো পরপর দুটি গোল করে সমতা ফেরায়।
টাইব্রেকারে মোহনবাগানের দুই ফুটবলার লিস্টন কোলাসো এবং শুভাশিস বসুর শট বাঁচিয়ে নর্থইস্টের গোলকিপার গুরমিত নায়ক হয়ে ওঠেন। পুরো ম্যাচটি গ্যালারিতে বসে দেখেন নর্থইস্ট ইউনাইটেডের কর্ণধার ও অভিনেতা জন আব্রাহাম, যিনি দলের প্রথম বড় জয় দেখে খুশি হন।
এই পরাজয় মোহনবাগানের দলের দুর্বলতাগুলো তুলে ধরে, বিশেষত তাদের রক্ষণ ও মাঝমাঠের ফাঁকফোকরগুলো পরিষ্কারভাবে দেখা যায়। কোচ মোলিনা এই সমস্যা সমাধান করতে না পারায় সমর্থকেরা আইএসএল এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে উদ্বিগ্ন।