messi-returns-to-training-after-45-days
ফুটবল

মেসি ৪৫ দিন পর অনুশীলনে ফেরার খবর, মাঠে নামতে এখনও সময় লাগবে

Published on:

কোপা আমেরিকার ফাইনালে চোট পাওয়ার পর লিয়োনেল মেসি মাঠের বাইরে ছিলেন। ৪৫ দিন পর তিনি আবার অনুশীলনে ফিরেছেন। ইন্টার মায়ামির জন্য অনুশীলন করতে গিয়ে মেসিকে দেখতে মায়ামির সমর্থকদের ভিড় জমে যায়। যদিও এখনও মাঠে নামতে পারবেন না মেসি।

মায়ামির পক্ষ থেকে জানানো হয়েছে, মেসির সুস্থতা নিয়ে কোনও ঝুঁকি নেওয়া হবে না। তাঁকে আরও অন্তত দু’সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। তারপরই তিনি খেলায় ফিরতে পারবেন।

WhatsApp Community Join Now

মেসির অনুশীলন দেখতে সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। যদিও মেসি বেশি সময় অনুশীলন করেননি এবং পায়ে অতিরিক্ত চাপ দিতে চাইছেন না। ধীরে ধীরে তিনি পরিশ্রম বাড়াবেন।

১৫ জুলাই কোপার ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে চোট পাওয়ার পর মেসি দ্বিতীয়ার্ধে খেললেও ৬৪ মিনিটে আবারও চোট পেয়ে মাঠ ছাড়তে হয়। বেঞ্চে বসে কান্নায় ভেঙে পড়েছিলেন মেসি, কিন্তু পরবর্তীতে আর্জেন্টিনা কোপা জিতেছে।

সেপ্টেম্বরে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দুটি ম্যাচে মেসি খেলতে পারবেন না। লিয়োনেল স্কালোনি জানিয়েছেন, মেসি পুরোপুরি সুস্থ হলে দলে ফিরবেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন