Indian football team to play intercontinental cup from 3rd September know where to watch live
ফুটবল

দীর্ঘ বিশ্রামের পর আবার মাঠে নামতে চলেছে ভারতীয় ফুটবল দল, কোথায় দেখবেন মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়ায ইন্টারকন্টিনেন্টাল কাপ?

Published on:

ভারতীয় ফুটবলকে আরও উন্নত করার জন্য সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন সারা বছর ধরে সবরকমভাবে প্রচেষ্টা চালিয়ে যায়। ২০১৮ সাল থেকে ভারতের মাটিতে শুরু হওয়া ইন্টারকন্টিনেন্টাল কাপও জাতীয় দলের উন্নতিতে সাহায্য করছে। আগামী মাস থেকে এই বছরের ইন্টারকন্টিনেন্টাল কাপ শুরু হতে চলেছে। তার আগেই এখন ব্লু ব্রিগেডরা শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে। জানুন এই বছর ইন্টারকন্টিনেন্টাল কাপের ম্যাচগুলি কোথায় সরাসরি সম্প্রচারিত করা হবে এবং টুর্নামেন্টর সম্পূর্ণ ক্রীড়াসূচি।

গত বছর সুনীল ছেত্রীর নেতৃত্বে ভারতীয় দল লেবাননকে হারিয়ে গুরুত্বপূর্ণ ইন্টারকন্টিনেন্টাল কাপে চ্যাম্পিয়ন হয়‌। এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে ব্লু ব্রিগেডরা দুবার চ্যাম্পিয়ন হয়েছে। এবার ধারাবাহিকতা বজায় রাখতে ভারতীয় ফুটবল দল এই বছর ইন্টারকন্টিনেন্টাল কাপে নিজদের উজাড় করে দেওয়ার জন্য প্রস্তুত। উল্লেখ্য এই টুর্নামেন্টের চতুর্থ মরসুম ৩ থেকে ৯ সেপ্টেম্বরের মধ্যে খেলা হবে। এই বছর ইন্টারকন্টিনেন্টাল কাপে আয়োজক দেশ ভারতের সঙ্গে সিরিয়া এবং মরিশাস অংশগ্রহণ করবে।

WhatsApp Community Join Now

উল্লেখ্য বর্তমানে ভারতের ফিফা র‌্যাঙ্কিং ১২৪। অন্যদিকে সিরিয়া এবং মরিশাসের ফিফা র‌্যাঙ্কিং যথাক্রমে ৯৩ এবং ১৭৯। ফলে এই বছর ইন্টারকন্টিনেন্টাল কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ব্লু ব্রিগেডদের যথেষ্ট ভালো পারফরম্যান্স করতে হবে। ইতিমধ্যেই চূড়ান্ত দল গুছানোর জন্য নতুন কোচ মানোলো মার্কেজ প্রস্তুতি শুরু করে দিয়েছেন। উল্লেখ্য আসন্ন এই টুর্নামেন্টের ম্যাচগুলি এই বছর হায়দ্রাবাদের জিএমসি বালাযোগী অ্যাথলেটিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

২০২৪ ইন্টারকন্টিনেন্টাল কাপের সম্পূর্ণ ক্রীড়াসূচি:

৩ সেপ্টেম্বর: ভারত বনাম মরিশাস

৬ সেপ্টেম্বর: সিরিয়া বনাম মরিশাস

৯ সেপ্টেম্বর: ভারত বনাম সিরিয়া

২০২৪ ইন্টারকন্টিনেন্টাল কাপের ম্যাচগুলি কোথায় সরাসরি সম্প্রচারিত করা হবে?

এই বছর ২০২৪ ইন্টারকন্টিনেন্টাল কাপের ম্যাচগুলি টিভিতে স্পোর্টস ১৮ নেটওয়ার্ক চ্যানেলগুলিতে সরাসরি দেখতে পাওয়া যাবে। এছাড়াও অনলাইনে জিও সিনেমা অ্যাপ এবং ওয়েবসাইটে আসন্ন টুর্নামেন্টের ম্যাচগুলি সরাসরি সম্প্রচারিত করা হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন