Indian football team to face Mauritius today know probable xi live streaming details
ফুটবল

Indian Football: ৭ বছর পর পর মরিশাসের মুখোমুখি হবে ভারত, কেমন হবে ছেত্রী বিহীন একাদশ? লাইভ কোথায় দেখবেন

Published on:

ভারতীয় জাতীয় ফুটবল দলে সাম্প্রতিক সময় একাধিক রদবদল ঘটেছে। অভিজ্ঞ ফুটবলার সুনীল ছেত্রী আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করায় দলে স্বাভাবিকভাবেই একটা বড়ো শূন্যতা তৈরি হয়েছে। অন্যদিকে ভারতীয় ফুটবল দলের নতুন কোচ হিসাবে মানোলো মার্কেজ যোগ দিয়েছেন। এবার ব্লু ব্রিগেডরা আজ নতুন করে ঘুরে দাঁড়িয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপে অভিযান শুরু করতে চলেছে।

আজ হায়দ্রাবাদের গাছিবাউলি স্টেডিয়ামে ভারতীয় দল ইন্টারকন্টিনেন্টাল কাপে মরিশাসের বিপক্ষে মাঠে নামবে। বর্তমানে ভারতের ফিফা র‌্যাঙ্কিং ১২৪ এবং মরিশাসের ফিফা র‌্যাঙ্কিং ১৭৯। উল্লেখ্য ব্লু ব্রিগেডরা এখনও পর্যন্ত একবার মরিশাসের বিপক্ষে মাঠে নেমেছিল। ২০১৭ সালে এই দুই দল মুম্বাইয়ের আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সে হিরো ত্রিদেশীয় আন্তর্জাতিক বন্ধুত্বপূর্ণ ফুটবল টুর্নামেন্টে মুখোমুখি হয়। ম্যাচে ভারতীয় দল ২-১ গোলে জয় তুলে নেয়। ব্লু ব্রিগেডদের হয়ে গোল করেছিলেন রবিন সিং এবং বলওয়ান্ত সিং।

WhatsApp Community Join Now

মরিশাসের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ:

গুরপ্রীত সিং সান্ধু (অধিনায়ক, গোলকিপার), আশিস রাই, রাহুল ভেকে, আনোয়ার আলি, শুভাশিস বসু, আপুইয়া রাল্টে, জেকসন সিং, লালিয়ানজুয়ালা ছাংতে, সাহাল আব্দুল সামাদ, লিস্টন কোলাসো, মনভীর সিং

ভারত বনাম মরিশাসের ম্যাচটি আজ কখন শুরু হবে?

ভারত বনাম মরিশাসের মধ্যে ইন্টারকন্টিনেন্টাল কাপের ম্যাচটি আজ অর্থাৎ ৩ সেপ্টেম্বর মঙ্গলবার হায়দ্রাবাদের জিএমসি বালাযোগী স্টেডিয়ামে ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০ টায় শুরু হবে।

ভারত বনাম মরিশাসের ম্যাচটি কোথায় দেখা যাবে?

ভারত বনাম মরিশাসের ম্যাচটি টিভিতে স্পোর্টস১৮ নেটওয়ার্কে সরাসরি সম্প্রচারিত করা হবে। এছাড়াও অনলাইনে জিও সিনেমা অ্যাপ এবং ওয়েবসাইটেও ম্যাচটি লাইভ স্ট্রিমিং করা হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন