আজ বিশ্বকাপ কোয়ালিফায়ারে শক্তিশালী কাতারের বিরুদ্ধে জিতলেই নিশ্চিত পরের পর্ব, জানুন লাইভ কোথায় দেখবেন
গ্ৰুপ 'এ'-তে সবচেয়ে শক্তিশালী দল হলো কাতার। তাদের বর্তমান ফিফা র্যাঙ্কিং ৬১ এবং এই টুর্নামেন্টে কাতার আফগানিস্তানকে প্রথম ম্যাচে ৮-১ গোলে হারিয়েছে।

ভারতীয় ফুটবল দল দুর্দান্ত একটি জয় দিয়ে বিশ্বকাপের বাছাইপর্বের (FIFA World Cup Asian Qualifiers) রাউন্ড ২ শুরু করেছে। আজ অর্থাৎ ২১ নভেম্বর তারা কঠিন প্রতিপক্ষ কাতারের (India vs Qatar Match) মুখোমুখি হবে। পরিসংখ্যান যাই বলুক ম্যাচে সর্বশক্তি দিয়ে সুনীল ছেত্রীর (Sunil Chhetri) দল মাঠে নামত চলেছে। অন্যদিকে কোচ ইগর স্টিম্যাচও (Igor Stimac) একাধিক কৌশল এখন থেকেই প্রস্তুত করে ফেলেছেন। এই ম্যাচ আজ কোথায়, কখন দেখা যাবে এবং সম্ভাব্য একাদশ কেমন হতে চলেছে দেখে নেওয়া যাক।
২০২৬ সালের বিশ্বকাপ এবং ২০২৭ এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের জন্য ভারতীয় দল রাউন্ড ২-তে অংশগ্রহণ করছে। প্রথম ম্যাচেই তারা কুয়েতকে ১-০ গোলে হারিয়ে গ্ৰুপ তালিকায় এগিয়ে গেছে। এই ম্যাচে মনভীর সিং (Manvir Singh) একমাত্র গোলটি করেন। তবে গ্ৰুপ ‘এ’-তে সবচেয়ে শক্তিশালী দল হলো কাতার। তাদের বর্তমান ফিফা র্যাঙ্কিং ৬১ এবং এই টুর্নামেন্টে তারা আফগানিস্তানকে প্রথম ম্যাচে ৮-১ গোলে হারিয়েছে। তাই আজ ব্লু ব্রিগেড কাতারের বিপক্ষে মাঠে নামার আগে অনেকটাই সাবধানী।
ভারতের সম্ভাব্য একাদশ
গুরপ্রীত সিং সান্ধু, রাহুল ভেকে, সন্দেশ ঝিংগান, আকাশ মিশ্র, শুভাশীষ বোস, সুরেশ ওয়াংজাম, অনিরুধ থাপা, নওরেম মহেশ সিং, মনভীর সিং, সাহল আবদুল সামাদ, সুনীল ছেত্রী
কোথায়, কখন ভারত বনাম কাতারের ম্যাচটি অনুষ্ঠিত হবে?
ভারত বনাম কাতারের ২০২৬ বিশ্বকাপের কোয়ালিফাইং ম্যাচটি আজ অর্থাৎ ২১ নভেম্বর মঙ্গলবার ভারতে ওড়িশার ভুবনেশ্বরের কলিঙ্গা স্টেডিয়ামে ভারতীয় সময় সন্ধ্যা ৭ টা থেকে অনুষ্ঠিত হবে।
কোথায়, কখন ভারত বনাম কাতারের ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে?
ভারত বনাম কাতারের গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচটি ভারতের স্পোর্টস ১৮ নেটওয়ার্কের টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে। এছাড়াও অনলাইনে জিও সিনেমা (Jio Cinema) এবং ফ্যানকোড (FanCode) অ্যাপে এবং ওয়েবসাইটে সরাসরি সম্প্রচারিত হবে।