আজ ফিফা বিশ্বকাপ ২০২৬ এর কোয়ালিফায়ারে কুয়েতের মুখোমুখি হবে সুনীল ছেত্রীরা, জানুন লাইভ কোথায় দেখবেন, কেমন হবে একাদশ
এই মুহূর্তে ভারতীয় দলের ফিফা র্যাঙ্কিং হলো ১০২ অন্যদিকে কুয়েতের ফিফা র্যাঙ্কিং ১৩৬।

আজ ভারতীয় ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। সুনীল ছেত্রীর (Sunil Chhetri) নেতৃত্বে ব্লু ব্রিগেডরা ২০২৬ সালের বিশ্বকাপ এবং ২০২৭ এশিয়ান কাপের যোগ্যতা (FIFA World Cup Asian qualifiers) অর্জনের জন্য টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের যাত্রা শুরু করবে। কুয়েতের বিপক্ষে আজ মাঠে লড়াই করার জন্য ভারতীয় দল (India vs Kuwait match) সম্পূর্ণরূপে প্রস্তুত। এই ম্যাচ আজ কোথায়, কখন দেখা যাবে এবং সম্ভাব্য একাদশ কেমন হতে চলেছে দেখে নেওয়া যাক।
আজ বিশ্বকাপের বাছাইপর্বের দ্বিতীয় পর্বে জাবের আল-আহমাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে কুয়েতের বিরুদ্ধে ভারতীয় দল নামতে চলেছে। এই বছর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে এই দুই দলের শেষ দেখা হয়েছিল। সেই ম্যাচে ভারতীয় দল পেনাল্টি শুটআউটে জয়লাভ করে। এই মুহূর্তে ভারতীয় দলের ফিফা র্যাঙ্কিং হলো ১০২ অন্যদিকে কুয়েতের ফিফা র্যাঙ্কিং ১৩৬। এই টুর্নামেন্টের গ্ৰুপ ‘এ’-তে ভারত, কুয়েতের সঙ্গে আফগানিস্তান এবং কাতার অবস্থান করছে।
ভারতের সম্ভাব্য একাদশ
গুরপ্রীত সিং সান্ধু, নওরেম মহেশ সিং, সুনীল ছেত্রী, লালিয়ানজুয়ালা ছাংতে, নিখিল পূজারি, আকাশ মিশ্র, সন্দেশ ঝিংগান, রোহিত কুমার, সুরেশ সিং ওয়াংজাম, সাহল আবদুল সামাদ, মেহতাব সিং
কোথায়, কখন ভারত বনাম কুয়েতের ম্যাচটি অনুষ্ঠিত হবে?
ভারত বনাম কুয়েতের ২০২৬ বিশ্বকাপের কোয়ালিফাইং ম্যাচটি আজ অর্থাৎ ১৬ নভেম্বর বৃহস্পতিবার কুয়েতের জাবের আল-আহমাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতীয় সময় রাত ১০ টা থেকে অনুষ্ঠিত হবে।
কোথায়, কখন ভারত বনাম কুয়েতের ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে?
ভারত বনাম কুয়েতের গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচটি ভারতের সোনি নেটওয়ার্ক স্পোর্টস টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে। এছাড়াও অনলাইনে সোনি লিভ (SonyLiv) এবং ফ্যানকোড অ্যাপ এবং ওয়েবসাইটে সরাসরি সম্প্রচারিত হবে।