Durand Cup 2024 final mohun Bagan super giant vs north east united know where to watch live
ফুটবল

Durand Cup Final: ডুরান্ডের হাইভোল্টেজ ফাইনালে আজ মোহনবাগানের মুখোমুখি নর্থ-ইস্ট, কোথায় দেখবেন লাইভ ম্যাচ?

Published on:

গত বছর ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে মোহনবাগান ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। এই বছরও সবুজ মেরুনরা তাদের জয়ের ধারাবাহিকতা বজায় রেখে এই টুর্নামেন্টে একের পর এক ম্যাচে জয় তুলে নিয়ে ফাইনালে প্রবেশ করেছে‌। আজ ১৩৩ তম ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। জানুন এই ম্যাচটি কোথায় কখন সরাসরি সম্প্রচারিত করা হবে।

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে দুরন্ত পারফরম্যান্স করার পর মোহনবাগান কোয়ার্টার ফাইনালে পাঞ্জাব এফসির বিপক্ষে মাঠে নামে। এই ম্যাচটি পূর্ণ সময় ৩-৩ গোলে ড্র হওয়ার পর পেনাল্টি শুটআউটে সবুজ মেরুনরা জয় তুলে নিয়ে সেমিফাইনালে প্রবেশ করে। গুরুত্বপূর্ণ সেমিফাইনালে মোহনবাগান ব্যাঙ্গালুরু এফসির মুখোমুখি হয়। এই ম্যাচও ২-২ গোলে ড্র হয়ে গেলে আবারও পেনাল্টি শুটআউটে সবুজ মেরুনরা জয় তুলে নিয়ে ফাইনালে প্রবেশ করে।

WhatsApp Community Join Now

গতবছর ডুরান্ড কাপের চ্যাম্পিয়ন দল মোহনবাগান আজ অর্থাৎ ৩১ আগস্ট, শনিবার সল্টলেক স্টেডিয়ামে ফাইনালে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিপক্ষে মাঠে নামবে। এর আগে এখনও পর্যন্ত সবুজ মেরুনরা ১৭ বার চ্যাম্পিয়ন হয়েছে। ফলে এখন ১৮ বার চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে মোহনবাগানরা অনেকটাই এগিয়ে থাকতে চাইছে। উল্লেখ্য তাদের হয়ে তারকা ফুটবলার দিমিত্রিওস পেট্রাটোস, অনিরুদ্ধ থাপা, জেসন কামিন্সরা সাম্প্রতিক সময় গোলের মধ্যে রয়েছেন।

কখন মোহনবাগান বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসির ২০২৪ ডুরান্ড কাপের ফাইনাল খেলা হবে?

মোহনবাগান এবং নর্থইস্ট ইউনাইটেড এফসির মধ্যে ২০২৪ ডুরান্ড কাপের ফাইনাল আজ অর্থাৎ ৩১ আগস্ট, শনিবার কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে বিকেল ৫:৩০ টায় শুরু হবে।

কোথায় মোহনবাগান বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসির ২০২৪ ডুরান্ড কাপের ফাইনাল খেলা হবে?

মোহনবাগান বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসির ২০২৪ ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচটি টিভিতে সনি স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়াও ম্যাচটি অনলাইনে সোনি লিভ অ্যাপে লাইভ স্ট্রিম করা হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন