মোনাকো: পর্তুগালের ক্যাপ্টেন এবং বিশ্ব ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদোকে তার চমৎকার চ্যাম্পিয়ন্স লিগ ক্যারিয়ারের জন্য একটি বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে। ইউইএফএর প্রেসিডেন্ট আলেকজান্ডার চেফেরিন তাকে এই সম্মাননা দেন।
চ্যাম্পিয়ন্স লিগে 18 বছরের ক্যারিয়ারকে সম্মানিত করতে তাকে এই পুরস্কার দেওয়া হয়। এই সম্মান তাকে বৃহস্পতিবার রাতে মোনাকোর গ্রিমলদি ফোরামে অনুষ্ঠিত 2024/25 চ্যাম্পিয়ন্স লিগের 36-দলীয় লিগ পর্যায়ের ড্র অনুষ্ঠানে দেওয়া হয়।
রোনালদো 183 ম্যাচে 140টি চ্যাম্পিয়ন্স লিগ গোল করেছেন। বর্তমানে তিনি চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এবং লিওনেল মেসির থেকে 11 গোল এবং রবার্ট লেভান্ডোস্কির থেকে 46 গোল বেশি করেছেন।
পুরস্কার গ্রহণের পরে রোনালদো বলেন, “এখানে থাকা আমার জন্য বড় আনন্দের ব্যাপার। এই অসাধারণ পুরস্কারের জন্য ধন্যবাদ। চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের সেরা প্রতিযোগিতা। রেকর্ড নিজেই কথা বলে, কিন্তু লিগ এই স্তরে আছে কারণ এতে বড় বড় খেলোয়াড়রা খেলে। আমার এই গালায় আসার অনেক সুন্দর স্মৃতি আছে এবং ফুটবল স্মৃতিতে চলে। ধন্যবাদ।”
রোনালদো সাতটি আলাদা চ্যাম্পিয়ন্স লিগ সিজনে সর্বোচ্চ স্কোরার হয়ে উঠেছেন, যা অন্য কোন খেলোয়াড়ের থেকে বেশি। ম্যানচেস্টার ইউনাইটেড এবং রিয়াল মাদ্রিদের সাথে পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে তিনি ইতিহাস গড়েছেন। তিনি তিনটি আলাদা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করা একমাত্র খেলোয়াড়।
রোনালদো চ্যাম্পিয়ন্স লিগে 11টি পরপর ম্যাচে গোল করার রেকর্ডও রাখেন এবং আটটি হ্যাট-ট্রিক করেন।