সবুজ-মেরুনে খেলার কথা ছিল ফুটবল লিজেন্ড ইনিয়েস্তার, কেন মোহনবাগানের সঙ্গে সম্পন্ন হয়নি ডিল! জানুন

বর্তমানে আইএসএলে (ISL) ভারতীয় ক্লাবগুলি দুরন্ত পারফরম্যান্স করছে। টুর্নামেন্টে শেষবারের চাম্পিয়ন দল মোহনবাগান সুপার জায়েন্টও (Mohunbagan Super Giant) ধারাবাহিকভাবে জয় তুলে নিয়ে এগিয়ে চলেছে। এর মধ্যেই সবুজ-মেরুন দল ঘিরে এলো চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে স্বয়ং প্রাক্তন বিশ্বকাপ জয়ী তারকা আন্দ্রেস ইনিয়েস্তা (Andres Iniesta) কলকাতার ময়দানে পা রাখার ইচ্ছে প্রকাশ করেছিলেন।

চলমান আইএসএলে মোহনবাগান ৪ ম্যাচের মধ্যে ৪ টিতেই জয় তুলে নিয়েছে পয়েন্ট তালিকায় ৩ নম্বরে আছে। তবে শেষ ম্যাচে তারা এএফসি কাপে (AFC Cup) বসুন্ধরা কিংসের (Bashundhara Kings) কাছে ১-২ গোলে হারের সম্মুখীন হয়েছে। ম্যাচে সবুজ মেরুনদের হয়ে লিস্টন কোলাকো (Liston Colaco) একমাত্র গোলটি করেন। তবে এর মধ্যেই ফুটবল প্রেমীদের চমকে দেওয়ার মতো একটি তথ্য সামনে এসেছে। শতাব্দী প্রাচীন মোহনবাগানে খেলার জন্য বার্সিলোনার (Barcelona) প্রাক্তন তারকা ফুটবলার সম্প্রতি আন্দ্রেস ইনিয়েস্তা ইচ্ছা প্রকাশ করেছিলেন।

স্পেনের হয়ে ২০১০ সালে বিশ্বকাপ (FIFA World Cup) জয়ী দলের অন্যতম সদস্য আন্দ্রেস ইনিয়েস্তা বার্সেলোনায় দেড় যুগের বেশি সময় খেলার পর ২০১৮ সালে জাপানিজ ক্লাব ভিসেল কোবেতে (Vissel Kobe) যোগ দিয়েছিলেন। তিনি গত বছর এই ক্লাবকে লিগ চাম্পিয়ন করার জন্য সাহায্য করেন। তবে এই বছরের মাঝেই ইনিয়েস্তা নিজের চুক্তির মেয়াদ শেষ করেন। তারপরেই তিনি আইএসএলের চাম্পিয়ন দল মোহনবাগানে যোগ দেওয়ার জন্য এজেন্টের মাধ্যমে চেষ্টা করেন।

সেই সময় মোহনবাগান কর্মকর্তাদের পক্ষ থেকে ইনিয়েস্তার বেতনের বিষয়ে জানতে চাওয়া হয়। ৩৯ বছর বয়সী এই কিংবদন্তি ফুটবলারের পক্ষ থেকে জানানো হয় তিনি সাপ্তাহিক বেতন হিসাবে ৮ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ৬৫ কোটি টাকার বেশি নেবেন। এর পরেই কলকাতার অন্যতম প্রধান দল কথাবার্তা এগিয়ে নিয়ে যেতে চাইনি। তাদের কাছে এই টাকা অনেকটাই বেশি বলে মনে হয়েছে। আন্দ্রেস ইনিয়েস্তা বার্সেলোনার ৬৬৯ ম্যাচে ৫৭ টি গোলের সঙ্গে ১৪১ টি গোলে সাহায্য করেছিলেন।