WTC Final set to be start on 11th july in lords cricket stadium england
ক্রিকেট

WTC Final Schedule: প্রকাশিত হল WTC ফাইনালের দিন, জুলাইয়ের এই দিন থেকে শুরু হবে চ্যাম্পিয়ন হওয়ার লড়াই

Published on:

সীমিত ওভারের ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার জন্য বর্তমানে টেস্ট ক্রিকেটের গুরুত্ব অনেকটাই কমেছে। ফলে এই ফরম্যাটের ক্রিকেটকে তরুণ ক্রিকেটারদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার জন্য আইসিসি একাধিক পরিকল্পনা গ্ৰহন করেছে‌। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট তার মধ্যে অন্যতম। ২০২৫ সালে এই টুর্নামেন্টের নতুন চক্রের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে‌। এবার এই ফাইনাল নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এল।

২০১৯ সাল থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়‌। গত বছর এই টুর্নামেন্টের ২০২১-২৩ চক্রের ফাইনালে ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামে। কিন্তু রোহিত শর্মার নেতৃত্বে ইংল্যান্ডের মাটিতে ব্লু ব্রিগেডরা জয় তুলে নিতে ব্যর্থ হয়। তবে ভারতীয় দল ২০২৩-২৫ নতুন চক্রে আবার নতুন করে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে জায়গা করে নিতে চাইছে। এখনও পর্যন্ত ব্লু ব্রিগেডরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৯ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে।

WhatsApp Community Join Now

ফলে আসন্ন টেস্ট সিরিজগুলিতেও ধারাবাহিকতা বজায় রাখলে ভারতীয় দল ফাইনালে জায়গা করে নেবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য ২০২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবার ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডসে অনুষ্ঠিত হবে। কিন্তু কোন সময় এই ম্যাচ আয়োজন করা হবে তা নিয়ে ক্রিকেট মহলে আলোচনা চলছিল। এবার টাইমস অফ ইন্ডিয়ার সূত্র অনুযায়ী গুরুত্বপূর্ণ তথ্য সামনে এল। এই সংবাদমাধ্যমের সাংবাদিক গৌরব গুপ্তা একটি প্রতিবেদনে জানিয়েছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই গুরুত্বপূর্ণ ফাইনালটি আগামী বছর ১১ থেকে ১৬ জুনের মধ্যে খেলা হবে।

অন্যদিকে ভারতীয় দল ১৯ সেপ্টেম্বর থেকে ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজে অংশগ্রহণ করবে। এরপর ১৬ অক্টোবর থেকে ব্লু ব্রিগেডরা নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে। তবে এই বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হতে যাওয়া বর্ডার গাভাস্কার ট্রফির দিকে বিসিসিআইয়ের বিশেষ নজর রয়েছে। এই সিরিজে ভারতীয় দল অজিদের বিপক্ষে ৫ টি টেস্ট ম্যাচ খেলবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন