সহানুভূতি নাকি খোঁচা! বিশ্বকাপ জয়ের পর ভারতীয় অধিনায়ক রোহিতকে নিয়ে বড় মন্তব্য হেডের
গতকাল ম্যাচ শেষে ম্যাচের সেরা হওয়ার পুরস্কার নিতে এসে প্রেস কনফারেন্সের ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে বক্তব্য রেখেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের নায়ক ট্রাভিস হেড।

এবারেও বিশ্বকাপ (World Cup 2023) জেতার দৌড়গোড়ায় গিয়ে ফাইনালে অস্ট্রেলিয়ার (Australia) কাছে হেরে বিদায় নিতে হয়েছে ভারতীয় দলকে (India)। স্কোরবোর্ডে খুব একটা রান না ওঠানোয় ম্যাচটি হাতছাড়া হয় রোহিত-বিরাটদের। ওই ২৪১ রানের লক্ষ্যও খুব তাড়া করে খুব সহজেই জয়লাভ করে অস্ট্রেলিয়া। এরপর দুঃখে ভেঙ্গে পরে পুরো ভারতীয় দল। এমনকি কান্নারত অবস্থাতেও দেখা যায় ভারতীয় দলের ক্রিকেটারদের।
এদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ২০২৩ (WTC Final 2023) এর মতো এবার ভারতের বিশ্বকাপ জয়ের বাঁধা হয়ে দাঁড়ান ট্রাভিস হেড (Travis Head)। প্রথমে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ১৬৮ রান এবং গতকাল ১৩৭ রানের ইনিংস খেলে একই বছরে ভারতীয় দলকে দুইবার বড় ধাক্কা দেন তিনি। যেখানে বড় রান করতে ভারতীয় দলের পক্ষে কঠিন হয়ে পড়ে, সেই জায়গায় দাঁড়িয়ে এইরকম চ্যালেঞ্জিং পিচে ১৩৭ রানের ইনিংসটি ছিলেন অনবদ্য।
এরপর গতকাল ম্যাচ শেষে ম্যাচের সেরা হওয়ার পুরস্কার নিতে আসেন হেড। ওখানে এসে প্রেস কনফারেন্সের ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) নিয়ে বক্তব্য রেখেছেন তিনি। হেড বলেছেন, “তিনি (রোহিত শর্মা) সম্ভবত বিশ্বের দুর্ভাগা মানুষ। আবার এটা এমন একটা কিছু যা আমি কঠোর পরিশ্রম করে পেয়েছি।” এছাড়া হেড বিষ্ময়কর ভাবে বলেছেন, “আমি কখনও এটি আশা করিনি, হয়তো এক মিলিয়ন বছরে নয়। সত্যিই এটি একটি ব্যতিক্রমী দিন।”
এছাড়াও অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের (Pat Cummins) টস জিতে বোলিং বেছে নেওয়ার সিদ্ধান্তকে খুব প্রশংসা করেছেন ওই প্রেস কনফারেন্সে। সর্বোপরি, ট্রাভিস হেড রোহিতকে দুর্ভাগা বলার কারণ, তিনিও জানতেন যে এইবছর বিশ্বকাপ যদি কোনো দলের প্রাপ্য হয় সেটা হল ভারতীয় দলের। তাই সেই জায়গাটা বুঝতে পেরেছেন হেড। ১০ টিতে ১০ টি ম্যাচ জিতে এসে শুধুমাত্র ফাইনাল হারায় ভারত অধিনায়ককে নিয়ে একথা বলেছেন অজি ওপেনার।