স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র ১৭ বলে হাফ সেঞ্চুরি করেছেন বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটসম্যান ট্রাভিস হেড। ২৫ বলে ৮০ রানের ঝড়ো ইনিংসে ১২টি চার ও ৫টি ছক্কায় মারেন বাঁহাতি এই ওপেনার। ৩২০ স্ট্রাইক রেটে ব্যাট করতে নেমে একের পর এক একাধিক রেকর্ড ভেঙেছেন হেড। এডিনবরায় খেলা প্রথম টি-টোয়েন্টিতে ৬২ বল আগে স্কটল্যান্ডকে ৭ উইকেটে গুঁড়িয়ে দেয় অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড ছাড়াও অধিনায়ক মিচেল মার্শ ১২ বলে ৩৯ ও উইকেটরক্ষক জোসে ইংলিস ১৩ বলে অপরাজিত ২৭ রান করেন।
অস্ট্রেলিয়ার হয়ে যৌথভাবে দ্রুততম ফিফটি
মার্কাস স্টয়নিস- ১৭ বল
ট্রাভিস হেড- ১৭ বল
ডেভিড ওয়ার্নার- ১৮ বল
গ্লেন ম্যাক্সওয়েল- ১৮ বল
গ্লেন ম্যাক্সওয়েল- ১৮ বল
আইপিএল থেকে দুর্দান্ত ফর্মে থাকা ট্রাভিস হেড আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন যখন তার সতীর্থ এবং অধিনায়ক মিচেল মার্শ চতুর্থ ওভারে একাই ৩০ রান করেন। চতুর্থ ওভারের সবকটিতেই পরপর চার ও ছক্কা হাঁকান তিনি। এরপর ষষ্ঠ ওভারে ২৬ রান তোলেন হেড। ডানহাতি মিডিয়াম পেসার ব্র্যাড উইলকে প্রথম বলে একটি চার মারেন, তারপরে দ্বিতীয় বলে একটি ছক্কা মারেন এবং তারপরে পরপর চার বলে চারটি চার মারেন। এভাবে ১৭ বলে অস্ট্রেলিয়ার হয়ে যৌথভাবে দ্রুততম হাফসেঞ্চুরি করেন তিনি।
টস জিতে স্বাগতিক স্কটল্যান্ডকে প্রথমে ব্যাট করার ডাক দেয় অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৪ রানের সম্মানজনক স্কোর করে স্কটল্যান্ড। শন অ্যাবট সর্বোচ্চ তিন উইকেট নিলেও ১৫৫ রানের টার্গেট অস্ট্রেলিয়ার পক্ষে ব্যর্থ প্রমাণিত হয়। ৯.৪ ওভারে তিন উইকেট হারিয়ে সহজেই ম্যাচ জিতে নেয় ক্যাঙ্গারুরা।