ভারতের ঘরোয়া লাল বলের মরসুম আনুষ্ঠানিকভাবে দলীপ ট্রফির মধ্যে দিয়ে শুরু হতে যাচ্ছে। আগামী ৫ সেপ্টেম্বর এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। উল্লেখ্যযোগ্য বিষয় হলো এই বছর দলীপ ট্রফিতে একাধিক তারকা ক্রিকেটারদের অংশগ্রহণ করতে দেখা যাবে। ফলে এই টুর্নামেন্ট ঘিরে সাধারণ সমর্থকদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। এবার দলীপ ট্রফির ম্যাচের জন্য টিকিট লাইনে দেখা গেল চরম বিশৃঙ্খলা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে আসন্ন সময় ভারতীয় দল বেশ কয়েকটি টেস্ট সিরিজে অংশগ্রহণ করতে চলেছে। তার মধ্যে এই বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের বর্ডার গাভাস্কার ট্রফিকে খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ফলে এই আন্তর্জাতিক টেস্ট সিরিজগুলির আগে বেশকিছু তারকা ক্রিকেটার দুলীপ ট্রফির মতো টুর্নামেন্টে অংশগ্রহণ করে নিজের প্রস্তুত করতে চাইছে। আগামী ৫ সেপ্টেম্বর এই গুরুত্বপূর্ণ ঘরোয়া টুর্নামেন্টে ‘এ’-দল ‘বি’-দলের বিপক্ষে এবং ‘সি’-দল ‘ডি’ দলের বিপক্ষে মাঠে নামবে।
উল্লেখ্য ‘সি’-দল বনাম ‘ডি’-দলের ম্যাচটি অন্ধপ্রদেশের অনন্তপুর ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য এই ম্যাচে সূর্যকুমার যাদব, ঋতুরাজ গায়কওয়াড, সাই সুদর্শন, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিংয়ের মতো ক্রিকেটারদের অংশগ্রহণ করতে দেখা যাবে। ফলে ম্যাচের টিকিটের চাহিদা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এমনকি অফলাইন টিকিট সংগ্রহের লাইনে দেখা গেল চরম বিশৃঙ্খলা। এমনকি সমর্থকদের টিকিট সংগ্রহ ঘিরে উত্তেজনায় পুলিশের ব্যারিকেড পর্যন্ত ভেঙে যায়।
দলীপ ট্রফির ‘সি’ দল
রুতুরাজ গায়কওয়াড (অধিনায়ক), সাই সুদর্শন, রজত পটিদার, অভিষেক পোরেল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, বি ইন্দ্রজিৎ, ঋত্বিক শোকিন, মানব সুথার, উমরান মালিক, বৈশাক বিজয় কুমার, আনশুল খাম্বোজ, হিমাংশু চৌহান, মায়াঙ্ক মার্কানদে (উইকেটকিপার), সন্দীপ ওয়ারিয়ার।
দলীপ ট্রফির ‘ডি’ দল
শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অথর্ব তাইদে, যশ দুবে, দেবদত্ত পাডিকল, ইশান কিশান (উইকেটকিপার), রিকি ভুই, সারানশ জৈন, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, আদিত্য ঠাকুরে, হর্ষিত রানা, তুষার দেশপান্ডে, আকাশ সেনগুপ্ত, কেএস ভারত (উইকেটকিপার), সৌরভ কুমার।