অস্ট্রেলিয়া বিরুদ্ধে সিরিজ জয়ের লক্ষ্যে তৃতীয় টি-২০ তে হবে একাধিক বদল, জানুন কেমন হবে ভারতের একাদশ

আগামীকাল ভারত বনাম অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের (India vs Australia T20I Series) তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে উভয় দল। বিশাখাপত্তনম এবং তিরুবনন্তপুরমের পর আগামীকাল গুয়াহাটির বর্ষপাড়া ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই আকর্ষণীয় ম্যাচটি। যেখানে ভারত জিতলে ওইদিনেই সিরিজ নিজেদের নাম করবে। অন্যদিকে সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখার জন্য এই তৃতীয় ম্যাচটি অস্ট্রেলিয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ।

আবহাওয়া রিপোর্ট (Weather Report):

Accuweather এর অনুসারে, আগামীকাল আসামের গুয়াহাটির আকাশ ভালোই পরিস্কার থাকবে। বৃষ্টির কোনোরকম আশঙ্কা নেই। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২১-২৩ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যার দিকে তা কমে ১৮-১৯ ডিগ্রি সেলসিয়াসে নামার সম্ভাবনা রয়েছে। ম্যাচ চলাকালীন সময়ে ১০ কিমি/ ঘন্টা বেগে বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে।

পিচ রিপোর্ট (Pitch Report):

গুয়াহাটির বর্ষপাড়া স্টেডিয়ামের পিচ কিছুটা ধীর প্রকৃতির। তবে অনেক ক্ষেত্রে এই স্টেডিয়ামের পিচ ব্যাটিং বান্ধবও হয়ে ওঠে। আমরা ২০২২ সালের শেষের দিকে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে এই পিচে হাই স্কোরিং খেলাও উপভোগ করেছি। বর্তমানে বেশ ভালোই রান আসে এই পিচে। সুতরাং যে দল টসে জিতবে, তারা প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্তকেই এগিয়ে রাখবে।

ভারতের সম্ভাব্য একাদশ (Probable XI For India):

রুতুরাজ গায়কওয়াড, যশস্বী জয়সওয়াল, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, মুকেশ কুমার।

লাইভ স্ট্রিম (Live Stream):

ভারত বনাম অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচসহ প্রত্যেকটি ম্যাচ সম্প্রচারিত হবে ম্যাচের দিনগুলিতে সন্ধ্যে ৭ টা থেকে। টিভিতে সম্প্রচার করা হবে স্পোর্টস ১৮ এবং কালার্স সিনেপ্লেক্স চ্যানেলের মাধ্যমে এবং মোবাইলে বিনামূল্যে দেখানো হবে জিও সিনেমা অ্যাপে। তার জন্য ওই অ্যাপ ফোনে রেজিস্টার থাকা আবশ্যক।