আইপিএল ২০২৫ মেগা অকশনের আগে স্টার ব্যাটসম্যান সূর্যকুমার যাদবের মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই) থেকে চলে যাওয়ার কথা নিয়ে জল্পনা চলছে। সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে যে ভারতের টি২০ দলের অধিনায়ক সূর্য হয়তো আগামী সিজনে এমআই-এর হয়ে খেলবেন না। তবে, এমআই এই গুজবগুলোর অস্বীকৃতি জানিয়েছে।
আইপিএল ২০২৪-এ মুম্বাই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স হতাশাজনক ছিল। হার্দিক পান্ড্য নেতৃত্বাধীন এমআই ১৪ ম্যাচের মধ্যে মাত্র ৪টি ম্যাচ জিততে পেরেছিল। গত সিজনে রোহিত শর্মার পরিবর্তে হার্দিককে অধিনায়ক বানানো নিয়ে ভক্তদের মধ্যে অসন্তোষ ছিল।
তবে, হার্দিক টি২০ বিশ্বকাপ ২০২৪-এ ভালো পারফরম্যান্স করে অনেকটা ভক্তদের অসন্তোষ মিটিয়ে দিয়েছেন। রোহিত শর্মা টি২০ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর, হার্দিক ছোট ফরম্যাটে অধিনায়ক হিসেবে প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছিলেন, কিন্তু বিসিসিআই সূর্যকুমারকে বিশ্বাস করেছে।
আইপিএল রিটেনশন-এর আগে এমআই সূর্যকুমারকে নিয়ে গুজবগুলি খারিজ করেছে। এমআই-এর একটি সূত্র স্পোর্টস টাককে বলেছে, “না, সূর্যকুমার যাদব কোথাও যাচ্ছে না। লোকেরা শুধু সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াচ্ছে, যা বেশি মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছে।”
আইপিএল ২০২২ মেগা অকশনের আগে এমআই সূর্যকুমারকে রিটেন করেছিল। তিনি দীর্ঘদিন ধরে এমআই-এর অংশ। তিনি ২০১৮ সাল থেকে মুম্বাইয়ের হয়ে খেলে আসছেন। ২০১২ সালে এমআই-এর হয়ে আইপিএল অভিষেক করেছিলেন। এরপর তিনি ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলেন। চারটি সিজন কেকেআরে কাটানোর পর আবার এমআই-এ ফিরে আসেন। সূর্যকুমার ১৫০ আইপিএল ম্যাচে ৩২.০৯ গড়ে ৩৫৯৪ রান করেছেন, যার মধ্যে দুটি শতক এবং ২৪টি অর্ধশতক অন্তর্ভুক্ত।