বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগ বিগ ব্যাশ যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। পুরুষদের সঙ্গে সঙ্গে ২০১৫-১৬ সাল থেকে সমানভাবে মহিলাদের বিগ ব্যাশ লিগও এখন স্বমহিমায় ক্রিকেট প্রেমীদের মনে জায়গা করে নিয়েছে। আগামী মাসের শেষ দিক থেকে এই টুর্নামেন্টের নতুন মরসুম শুরু হবে। এর মধ্যেই মহিলাদের বিগ ব্যাশ লিগের একাধিক ফ্রাঞ্চাইজি দলে এবার ভারতীয় তারকারা জায়গা করে নিলেন।
অস্ট্রেলিয়ার অন্যতম সফল ফ্রাঞ্চাইজি লিগ পুরুষদের বিগ ব্যাশে এই বছর ব্রিসবেন হিট সিডনি সিক্সার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে এই বছর ২৭ অক্টোবর থেকে মহিলাদের বিগ ব্যাশ লিগ শুরু হবে। এবার ভারতীয় সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা সহ ৬ জন ভারতীয় ক্রিকেটারকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে দেখা যাবে। সাম্প্রতিক সময় আন্তর্জাতিক ক্রিকেটে দুরন্ত ফর্মে থাকা স্মৃতি মান্ধানা আগেই অ্যাডিলেড স্ট্রাইকার্সে সই করেছিলেন।
এবার ড্রাফ্টের মাধ্যমে ফ্রাঞ্চাইজিগুলি আরও ৫ ভারতীয় তারকাকে দলে জায়গা করে দিয়েছে। তাদের মধ্যে টপ-অর্ডার ব্যাটার দয়ালান হেমলথা পার্থ স্কোর্চার্সের হয়ে ব্যাটিং অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এর সঙ্গেই তিনি এই বছর মহিলা বিগ ব্যাশ লিগে অভিষেক করবেন। ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ইয়াস্তিকা ভাটিয়াও এই বছর প্রথমবারের মতো বিগ ব্যাশ লিগে জায়গা করে নিয়েছেন। তাকে মেলবোর্ন স্টার্সের হয়ে লেখতে দেখা যাবে।
এর সঙ্গেই ব্লু ব্রিগেডদের অন্যতম অলরাউন্ডার শিখা পান্ডে ব্রিসবেন হিট দলে জায়গা পেলেন। তার পেস বোলিং এবং নিচের দিকে শক্তিশালী ব্যাটিং দলকে সফলতা এনে দিতে সাহায্য করবে। উল্লেখ্য এই মহিলা ভারতীয় ক্রিকেটারকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে রাখা হয়নি। অন্যদিকে এই বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিট দলে শিখার সতীর্থ হিসাবে থাকবেন জেমিমাহ রদ্রিগেজ। এছাড়াও অভিজ্ঞ তারকা দীপ্তি শর্মাকে মেলবোর্ন স্টার্সের হয়ে মাঠে নামতে দেখা যাবে।